একে অপরকে বাঁচাতে গিয়ে ৬ হাতির মৃত্যু
৫ অক্টোবর ২০১৯ ২৩:৫৪ | আপডেট: ৬ অক্টোবর ২০১৯ ০০:২১
থাইল্যান্ডের কাও ইয়ে ন্যাশনাল পার্কের জলপ্রপাতে ৬ হাতির করুণ মৃত্যু হয়েছে। হাতি শাবক পিছলে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে একে একে অন্য হাতিরাও মারা যায়। পাশেই আরও দুই হাতিকে আহত অবস্থায় উদ্ধার করেছে থাই কর্তৃপক্ষ।
শনিবার (৫ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়েছে।
হাউয়ে নারক নামে ওই জলপ্রপাতে এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। ১৯৯২ সালের হাতির পাল থেকে ৮ হাতির মৃত্যুর ঘটনা ঘটে। এরপরই জলপ্রপাতটি কুখ্যাত হিসেবে দুর্নাম কুড়ায়।
থাই ডিপার্টমেন্ট অব ন্যাশনাল পার্ক ওয়াইল্ডলাইফ অ্যান্ড প্ল্যান কনজারভেশন জানায়, জলপ্রপাতের পার্শ্ববর্তী একটি রাস্তা হাতিরা আটকে ফেললে সেখানে গিয়ে মৃত হাতিদের দেখতে পায় কর্মকর্তারা।
ন্যাশনাল পার্কের প্রধান কর্মকর্তা কানাচিত সিরনোপিয়ান বলেন, উদ্ধার হওয়া দুটি হাতিকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।
ওয়াইল্ড লাইফ ফ্রেন্ডস ফাউন্ডেশন থাইল্যান্ডের প্রতিষ্ঠাতা এডউইন উইক বলেন, সদস্যদের হারিয়ে টিকে থাকা এদের জন্য মুশকিল হবে। হাতিরা যেহেতু প্রিয়জন বিয়োগে শোকাতুর হয়; অর্ধেকের মতো পরিবারের সদস্যদের হারানো এদের জন্য কঠিন হবে।
থাইল্যান্ডে প্রায় সাত হাজারের মতো এশিয়ান হাতি রয়েছে।