Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাসাদ থেকে চুরি সোনার টয়লেট


১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৪

যুক্তরাজ্যের ব্লেনহেইম প্রাসাদ থেকে চুরি হয়েছে ১৮ ক্যারেটের সোনার টয়লেট। টেমস পুলিশ ভ্যালি জানিয়েছে, এই ঘটনায় ৬৬ বছর বয়স্ক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। খবর বিবিসির।

ইতালির শিল্পী ও নকশাকার মাউরোজিও কেতেলেনের প্রদর্শনীর অংশ হিসেবে দর্শকদের জন্য সোনার টয়লেটটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। ঐতিহাসিক ব্লেনহেইম প্রাসাদ থেকে চুরির ঘটনা ঘটবে এমনটা নিরাপত্তা কর্মকর্তারা ভাবতে পারেননি।

ইনসপেক্টর জেস মিলনি বলেন, সোনার তৈরি উচ্চমূল্যের শিল্পকর্মটি প্রদর্শনীতে থাকা অবস্থায় চুরি হয়েছে। একটি গ্যাং দুইটি গাড়ি ব্যবহার করে এটি চুরি করে বলে আমরা ধারণা করছি।

তিনি বলেন, টয়লেটটি আমরা এখনো খুঁজে পায়নি। আমরা অভিযান চালাচ্ছি এটি খুঁজে পেতে ও জড়িতদের বিচারের আওতায় আনতে।

৬ লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের এই সোনারটি কিনে নিতে ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অফার করা হয়েছিল।

চুরি সোনার টয়লেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর