‘নারীর লেন্সে নারীর শ্রম’
৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৪ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৬
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারাবাংলা নারী আলোকচিত্রীদের কাছ থেকে ছবি আহ্বান করছে। আলোকচিত্রের বিষয় – নারীর শ্রম। নারীর চোখে নারীর ক্যামেরার লেন্সের ভিতর দিয়ে নারীর শ্রমকে দেখতে চাই আমরা। সমাজের সব স্তরের সকল নারীর শ্রম আর ঘাম উঠে আসুক নারীর তোলা আলোকচিত্রে। নির্বাচিত সেরা পাঁচটি আলোকচিত্র প্রকাশিত হবে সারাবাংলায়। আর সেরা পাঁচ ছবির আলোকচিত্রীর জন্য সারাবাংলার পক্ষ থেকে থাকছে সম্মাননা।
আপনার তোলা ছবি পাঠান। সর্বোচ্চ পাঁচটি ছবি পাঠাতে পারবেন। ছবি পাঠানো যাবে আগামী ২৫শে ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত। সঙ্গে আপনার ছোট্ট একটি পরিচিতি যুক্ত করে দিন সর্বোচ্চ দুইশত শব্দে।
ছবি পাঠানোর ইমেইল- [email protected]
সারাবাংলা/এসএস