Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা পৌঁছেছে সমুদ্রের তলদেশে


১১ মে ২০১৯ ১৪:২৯

প্রশান্ত মহাসাগরের গভীরতম তলদেশ মারিয়ানা ট্রেঞ্চে, বিস্ফোরিত পারমাণবিক বোমার চিহ্ন খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে, বিগত শতাব্দীতে পরীক্ষামূলকভাবে বিস্ফোরণটি ঘটানো হয়েছিল। খবর নিউজ হাবের।

বিজ্ঞানীরা জানান, সমুদ্রের তলদেশে ১১ কিলোমিটারের কাছাকাছি স্থানে দূষিত তেজস্ক্রিয়তা ‘বোম কার্বনের’ অস্তিত্ব খুঁজে পেয়েছেন তারা।

গবেষক দলের প্রধান নিং ওয়াং বলেন, যদিও দূষিত কার্বন সমুদ্রের তলদেশে পৌঁছাতে শত বছর লেগে যাবার কথা তবে খাদ্য শৃঙ্খলের কারণে এটি অনেক দ্রুত ঘটেছে।

তিনি বলেন, মানুষের কাজের প্রভাব সমুদ্রের ১১ কিলোমিটার গভীরেও পৌঁছাতে সক্ষম। তাই আমাদের সতর্ক হওয়া উচিত।

প্রসঙ্গত, পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের তৈরি বোমার শক্তিমত্তা যাচাইয়ে সমুদ্রের গভীরে বিস্ফোরণ ঘটিয়ে থাকে। এতে সমুদ্র ক্ষতিকর পদার্থে দূষিত হয়। সমুদ্রের প্রাণীরা সেই দূষণের শিকার হয়ে মারা যায় এবং তাদের বাস্তুসংস্থান বিনষ্ট হয়।

সারাবাংলা/ এনএইচ

তেজস্ক্রিয়তা পারমাণবিক বোমা সমুদ্র দূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর