Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের প্রথম ক্লোন বানর যংযং ও হুয়া হুয়া


২৫ জানুয়ারি ২০১৮ ১৩:১৭

সারাবাংলা ডেস্ক

দুটো লম্বা লেজের পিচ্চি বাদর। ইনকিউবেটররের ভেতরেও বাদরামি করে বেড়াচ্ছে। এতটুকু জায়গাও সীমাবদ্ধ করতে পারেনি তাদের বাঁদরামির মাত্রা। তবে তারা কোনো সাধারণ বানর না। যংযং ও হুয়াহুয়া নামের মানুষের নিকট প্রজাতির এই প্রাণী দুটি বিশ্বের প্রথম ক্লোন বানর।

চীনের এক ল্যাবরেটরিতে আট ও চয় মাস আগে জন্ম নেয় এই দুই বানর। ক্লোন ভেরা ডলিকে যে পদ্ধতিতে জন্ম দেওয়া হয়েছিল সেই একই পদ্ধতিতে জন্ম নিয়েছে এই দুই বানরও। তবে এরাই ক্লোন পদ্ধতিতে জন্ম নেওয়া প্রথম প্রাইমেট। বিজ্ঞানীরা দাবী করছেন, যংযং ও হুয়াহুয়া ক্লোনিং প্রযুক্তির আধুনিকতম প্রয়োগ এবং জেনেটিকভাবে একে অপরকে একেবারে অনুরূপ করে। শুধু তাই নয়, তাদের তৈরি করা হয়েছে একটিমাত্র কোষের নিউক্লিয়ার স্থানন্তরের মাধ্যমে।

বানরদুটি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করবে। তাদের ব্যবহার করে ক্যান্সার, ডায়েবেটিস ও অন্য জিনগত ত্রুটি গবেষণা ও নিরাময়ের গবেষণা করা হবে- এমনটাই জানিয়েছেন গবেষক কিয়াং সান।

যংযং ও হুয়া হুয়া এখন একদম স্বাভাবিক বানরদের মত জীব যাপন করবে। সামনের মাসেই তাদের মতো আরও অনেকগুলো বানর জন্ম নিবে যারা ওদের মতোই গবেষণার কাজে আসবে।

সারাবাংলা/এমএ

ক্লোন ঝংঝং-হুয়াহুয়া বানর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর