ঝড়ে-মেঘে মন উচাটন
৮ এপ্রিল ২০১৯ ০২:১৮ | আপডেট: ৮ এপ্রিল ২০১৯ ০২:২১
বছরের এই সময়টা বেশ অদ্ভুত। যখন তখন বৃষ্টি নেমে পড়ছে, হঠাৎ আকাশ কালো করে ঝড় বয়ে যাচ্ছে, সেই ঝড়ে আর বৃষ্টিতে মনও উতলা হয়ে উঠছে। একটু পরেই ঝড়–বৃষ্টি থেমে গুমোট হয়ে উঠছে প্রকৃতি, গরমও লাগছে তখন। মোট কথা, প্রকৃতির খেয়াল খুশির কোনো ঠিক নেই। এমনকি উপগ্রহের দেওয়া তথ্যেও গড়মিল দেখা দিচ্ছে। এমন যখন খেয়ালি অবস্থায় এই গোটা মাসটা প্রকৃতি কাটাবে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এরসঙ্গে থাকবে বজ্র, কোথাও কোথাও শিলা পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না।
এই আবহাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, লঘুচাপের একটি বর্ধিত অংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর–পূর্ব বঙ্গোপসাগর অতিক্রম করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত অবস্থান করছে।
উপগ্রহের হিসাব বলছে, সোমবার (৮ এপ্রিল) রাজধানীতে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, বজ্রপাতও হবে। আর বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমন আবহাওয়ায় মন উচাটন হয়ে উঠতেই পারে, তবে সেটিকে নিয়ন্ত্রণে রেখে হাতের কাজ শেষ করে তবেই না বাড়ি ফিরতে হবে। কেননা গোটা মাসটাই এমন আবহাওয়াই থাকবে। তো এই বৃষ্টি–বজ্র আর ঝড়ের দিনে সবাই সাবধানে থাকবেন, এই কামনাই রইলো।
সারাবাংলা/এসএমএন/আরএসও