Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কখন বসন্ত গেল, এবার হলো না গান!


১৭ মার্চ ২০১৯ ০৩:৫০

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: কখন বকুল-মূল ছেয়েছিল ঝরা ফুল, কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান! ক্ষমতার পালা বদলের চক্রান্তে এবার ঋতুরাজ বসন্ত। চৈত্রকে পাত্তা না দিয়ে জোর প্রচারণায় নেমেছে বর্ষা। বৃষ্টি ঝরিয়ে জানান দিয়ে চলেছে তার উপস্থিতি।

শনিবারও সাতক্ষীরায় ৩ মি.মি. খুলনায় ১ মি.মি. এছাড়া বরিশাল ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

তবে বসে নেই গ্রীষ্মঋতু। চোখ ধাঁধানো উজ্জ্বল রোদে জানাচ্ছে তীব্র প্রতিবাদ। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল তাড়াশে, ১৭ ডিগ্রি সেলসিয়াস। এই চক্রান্তে বরং অনেকটাই নিষ্ক্রিয় বসন্ত।

রোববার (১৭ মার্চ) আবহাওয়া বিশেষ পরিবর্তন আসবে না, এমন তথ্যই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। উপগ্রহের পাঠানো তথ্য বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ এখনো পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে।

ফলে মনে হতেই পারে, গতকাল যেন ফিরে যেতে ভুলে গেছে। সারাদেশের আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা, আবহাওয়া থাকবে শুষ্ক। তবে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

তবে খুলনা এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

সারাবাংলা/এটি/টিএস

আবহাওয়া বৃষ্টি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর