উষ্ণ বাতাস আর উজ্জ্বল রোদের দিন
১১ মার্চ ২০১৯ ০০:৪২ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৬:০৪
।। সিরাজুম মুনিরা, সিনিয়র নিউজরুম এডিটর ।।
সেদিন একজন বলছিলেন, মার্চ মাসেও রাতে কাঁথা গায়ে দিতে হচ্ছে, এ কেমন আবহাওয়া রে বাবা!
তো তার সেই আরামের দিন বোধহয় ফুরোতে চলেছে। কারণ রোববার (১০ মার্চ) সারাদিন ঢাকাবাসী রোদের উত্তাপ বেশ ভালোভাবেই টের পেয়েছেন। যদিও ভোরটা আরামদায়কই ছিল। দিনটা শেষও হয়েছে বৃষ্টি দিয়ে।
কিন্তু দিনের আবহাওয়া দেখে শুষ্ক আর উষ্ণ দিনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে বলেই মনে হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবার (১১ মার্চ) দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কোথাও কোথাও আকাশ মেঘে ঢাকা থাকবে। তবে বেশিরভাগ স্থানেই আকাশ থাকবে দারুণ রৌদ্রোজ্জ্বল।
অবশ্য নোয়াখালী, কুমিল্লা, খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা ও সিলেটের দু এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেইসঙ্গে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা।
মৌসুমের স্বাভাবিক লঘু চাপটা কিন্তু এখনও দক্ষিণ বঙ্গোপসাগরেই আছে।
ফাল্গুনের ২৭ তারিখ মানে সোমবার ঢাকায় গরম পড়বে বেশ। কাগজে কলমে তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, তবে সেটা শরীরে সেটা বোধ হবে ৩৬ ডিগ্রির মতো। অন্যদিকে রাতের তামপাত্রা কমে যাবে, ১৯ ডিগ্রিতে নামবে সেটা।
ফলে কাল আরামদায়ক পোশাক পরে বাড়ির বাইরে বের হওয়ার পরামর্শ রইল। সেইসঙ্গে পানির বোতল আর ছাতাকেও সঙ্গী করে নিতে ভুলবেন না।
শীতপোশাক বোধহয় ধুয়ে-ইস্ত্রি করে আলমারিতে তুলে রাখার সময় চলেই এলো।
সারাবাংলা/এসএমএন