আগুন রাঙা ভোর আর উজ্জ্বল দিন
২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০১
।। সারাবাংলা ডেস্ক ।।
প্রভাতফেরির প্রস্তুতি নিয়ে এখন যারা ব্যস্ত রয়েছেন তাদের জানাচ্ছি কাল একুশে ফেব্রুয়ারির দিন শুরু হবে ঠিক রাঙাপ্রভাতের আভায়। আর দিনটা থাকবে বেশ উজ্জ্বল। আবহাওয়ার পূর্বাভাস সেটাই বলছে।
যেহেতু আমাদের মনের ওপর প্রকৃতির প্রভাব তাৎক্ষণিক, শোকের এই দিনে কেমন থাকবে আকাশের মন তা জানাতেই তাই সারাবাংলা ডটনেটের এই আবহাওয়া আপডেট।
একুওয়েদার বলছে, গত দু’দিনেরে নিস্তেজ ভাবটা একুশের দিনে কাটিয়ে উঠবে সূর্য। বৃহস্পতিবার ঢাকায় রোদের দেখা মিলবে। আর তা সকাল থেকেই। সারাদিনের গড় তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সুতরাং না শীত, না উষ্ণ ধাতের বসন্ত দিনের আবহাওয়ায় দুলবে রাঙা পলাশেরা। তবে দিনের মধ্যভাগে গরম অনুভব হতে পারে। কারণ তখন তাপমাত্রা ৩২ ডিগ্রিতে পৌঁছানোর একটা বার্তা দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।
তাই বলে শীতের কথা ভুলে যাবেন না। রাতে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে।
এছাড়া, বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ৯ কিলোমিটার। তবে কখনও কখনও দমকা হাওয়ায় ১৭ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
দিনের সূর্যোদয় ভোর ৬টা ২৮ মিনিটে। অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে।
তবে একুশের প্রথম প্রহর থেকেই যেহেতু ঢাকাবাসী বাইরে থাকবে, তাদের জন্য তথ্য হচ্ছে রাতের তাপমাত্রায় শীত থাকবে। তবে অনেক মানুষের ভিড়ে তা অনুভব করবেন না মোটেই।
ভাষাপ্রেম ও শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় বরণ করুন দিনটি।
সারাবাংলা/এনএইচ