Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেগে আছে শীত


৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৬

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

এ বছর মাঝের দিকে একবার গরম পড়ায় সবাই শীতের ওপর বিশ্বাসটা হারিয়ে ফেলেছি। ভেবেছি, সে বুঝে গেল! তবে, মাঘের প্রায় শেষ প্রান্তে এসে সে এখনো জেগে আছে।

আজ মাঘের ২১ তারিখ। মানে মাঘ একদম শেষ ভাগেই আছে। আর কটাদিন গেলেই বসন্ত ঋতু চলে আসবে তখন সূর্য তার রূপ খুলতে শুরু করবে।

সুখের কথা হচ্ছে সূর্য তার রূপ খুলে বসলেও এখন পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে চল। অন্যান্য অংশেও শীত নেহায়েত কম নয়। ঠান্ডা তো আছেই তার সাথে বাতাসও আছে দারুণ। তাই রোদ দেখে পালোয়ানের মতো বের হয়ে যাবেন না। শীতে একদম কেঁচো হয়ে ফিরতে হবে।

রোদের কথা যখন শুরু হলই তখন জানিয়েই রাখি দিনটা রোদলা। মেঘের লেশমাত্র নেই আকাশে। বৃষ্টির তো প্রশ্নই উঠে না। এসবের সঙ্গে দিনটা শুষ্কও। আপেক্ষিক আর্দ্রতা ৫০ শতাংশের নিচে নেমে যাবে। তাই ত্বক খুব শুষ্ক লাগবে।

তো এই ছিলো আজকের আবহাওয়ার পূর্বাভাস। দিনটি সুন্দর কাটুক। নিরাপদে কাটুক।

সারাবাংলা/এমএ/এনএইচ

শুভ কাটুক দিনটি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর