Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতলতম দিনে


৩ জানুয়ারি ২০১৯ ০৯:২৮

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বছর শুরুতেই বলছিলাম, এই বছরটা গরমের হবে। এল-নিনো আসবে এটা প্রায় ৯০ শতাংশ নিশ্চিত। এল নিনো আসলে পৃথিবীর সব দেশই আক্রান্ত হয় কোনো না কোনোভাবে। আমাদের মতো দেশে এল নিনোর প্রভাব হচ্ছে খরা, অনাবৃষ্টি আর প্রচণ্ড গরম।

তবে আজকের গল্পটা অবশ্য গরমের নয়। আমাদের দেশে এটা সবচেয়ে শীতল সময়। গতকাল তো তেঁতুলিয়াতে সর্বনিম্ন ৪.৯ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্য জেলাগুলোতেও তাপমাত্রা নিচের দিকে। উত্তরবঙ্গে তো ইতিমধ্যেই তীব্র শৈত্যপ্রবাহ, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ দক্ষিণের জেলাগুলোও যোগ দিবে তীব্র শীতের লিস্টিতে।

ঢাকা বসে বোঝা দায় তবে একটু শহর ছাড়লে শীত একদম জাঁকিয়ে বসছে। তবে ভরসার কথা হচ্ছে আকাশে আজও মেঘ নেই আর কুয়াশাও কিছুটা ফাঁকিবাজিই করছে তাই সূর্যের আলোর পূর্ণ ব্যবহার করে শীতে দাপিয়ে বেড়ানো যাচ্ছে।

তবে গল্পটা যেখানে শুরু হয়েছিল সেখানেই ফিরে যাওয়া যাক। বছরটা গরমের এবং গরম পড়বেই। গরম বাড়লেই জেনে নিবেন এ গরমের জন্য দায়ী ছিলাম আমরাই।

সারাবাংলা/এমএ

আবহাওয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর