Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঁচ কুয়াশার দিন


১১ ডিসেম্বর ২০১৮ ০৯:১৮

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

ঢাকায় বসে ধোঁয়া দেখে কুয়াশা মনে হলেও আজকে কোথাও কোথাও বেশ কুয়াশা পড়বে। আকাশের সেই কুয়াশা শীতের অনুভূতি আরও জাগিয়ে তুলবে।

অগ্রহায়ণ মাসের আজকে ২৭ তারিখ। কোনও ঋতুর শেষের মাসটা যখন শেষে এসে পৌঁছায় তখন সে নতুন ঋতুর রঙেই রঙিন হয়। এই যে আজকে যেমন শীতের মতোই মনে হচ্ছে।

সব দিকেই শীত, তারপরেও টেকনাফে কাল তাপমাত্রা কেন যেন ২৯ ডিগ্রি সেলসিয়াসে উঠে বসে ছিল। যদিও সিলেটে সর্বনিম্ন ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ সারাদিনের তাপমাত্রা খুব বেশি হলে ২৬ বা ২৭ ডিগ্রি সেলসিয়াস হবে। তবে এটা বেশিক্ষণ থাকবে না। একটু পরেই ঠাণ্ডা নেমে যাবে। আর সারাদিন কম আর বেশি ঠাণ্ডা লাগবে।

দিনের আর্দ্রতা আর রৌদ্রের উপস্থিতি আগের মতোই থাকছে।

তাহলে আর কী? ঘর থেকে বেরিয়ে পরুন দিনটাকে জয় করতে।

শুভ হোক আজকের দিনটি।

সারাবাংলা/এমএ/এসএমএন

কুয়াশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর