Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসলিনের কুয়াশা


২১ নভেম্বর ২০১৮ ১০:৪৮

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

অগ্রহায়ণের ঘ্রাণে ঘ্রাণে শীত আরও কয়েক পা এগিয়ে এসেছে। দিনগুলো এখনও ছোট হওয়ার পথেই। দুপুর পেরোলেই দিন শেষ, এরপর তো শুধু প্রশান্তি।

আজকের দিনটা অবশ্য এর উপরেও আলাদা করে সুন্দর। কারণ আজ একটা সরকারি ছুটি আছে। মানে যাদের আছে আর কি, সবার কি ছুটি পাবার মতো রাজ কপাল হয়? সে যাক, ছুটি থাকুক কি না থাকু ছুটে বেড়ানোর বাধা হওয়ার মতো কেউ নেই।

আকাশে অল্প মেঘ আছে, আসবে যাবে, যাবে আসবে। সেও বসে থাকছে না। সূর্যেরও আজ বেজায় আলস্য। উঠবে ঘুম ঘুম চোখে আর চোখ ডলতে ডলতেই তার যাওয়ার সময় হয়ে যাবে। বাতাসের আর্দ্রতারও মেঘের মতো পরিকল্পনা। আসবে আবার চলে যাবে আবার আসবে।

সবাই যখন এই যাতায়াতের মধ্যে আছে তখন খুব নিষ্ঠার সঙ্গে মসলিনের স্বচ্ছ চাদর জড়িয়ে দেবে কুয়াশা। তার ওপারেই দেখা যাবে চাঁদ। শুক্লপক্ষের আলোকময় একটি চাঁদ।

সারাবাংলা/এমএ/এসএমএন

কুয়াশা ছুটির দিন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর