গোলাপপানি ছিটিয়ে যাবে রে!
৩১ অক্টোবর ২০১৮ ০৯:১১ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১৪:০৩
।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
কার্তিক মাসে বেড়াতে আসা বর্ষার কার্তিক বেড়ানি এখনও শেষ হয়নি। ফলে, আজকের দিনেও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা দিয়েই শুরু হচ্ছে আবহাওয়া বার্তা।
এমনিতে আজকে সূর্য কিছুটা পথ পেয়েছে মুখ দেখানোর, আকাশের মেঘও কেটে গেছে অধিকাংশই। এখন নীল আকাশে ছোট ছোট সাদা মেঘের ভেলা থেকে কীভাবে বৃষ্টি নামবে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে আবহাওয়ার পূর্বাভাসে যেহেতু বলা হয়েছে বৃষ্টি হবে। তাই একটু তৈরি হয়ে গুছিয়েই যাওয়া উচিত।
যেহেতু আকাশের মেঘ কমে রোদের মুখ দেখা গেছে তার মানে স্বাভাবিকভাভেই আজকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। তবে খুব বেশি না আজকের সর্বোচ্চ তাপমাত্রা মাত্র ২৭ ডিগ্রি সেলসিয়াস।
রোদে আজ ত্বক পুড়বে বটে তবে রোদে গা সেঁকে নিতেও বেশ লাগবে, শুধু সাবধান সানস্ক্রিন মাখতে যেন ভুল না হয়। নাহলে পরে রোদকে শাপশাপান্ত করে কোনো লাভ হবে না।
সারাবাংলা/এমএ/এমএইচ