Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরমে জ্বলে যাওয়ার দিন


৩০ আগস্ট ২০১৮ ১০:৫৮

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

কথায় বলে না, মাইর হবে কিন্তু আওয়াজ হবে না? আজকের দিনটা অবিকল সে রকম। দুনিয়ার গরমের দিন কিন্তু খাতা কলমে কিছুই বোঝা যাবে না।

ভাদ্র-আশ্বিন হচ্ছে তাল পাকার মাস। আম পাকতে যদি অমন গরম পড়ে তাহলে তাল তো আরও বড় ফল গরম তো হবেই। কিন্তু দেশবাসী যে লঘু চাপের বৃষ্টির আশায় বসে ছিল তা দারুনভাবে কক্সবাজারে ঝরে টরে বিদায় নিয়েছে। এতদিন তো শুনেছেন বৃষ্টি হবে কিন্তু হয়নি। আজকে আবহাওয়ার বার্তা সাফ সাফ বলে দিয়েছে, ‘বৃষ্টি নাই!’

তো আকাশ দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি নাই। এমনকি মেঘও তেমন নাই। ফলে সূয্যিমামার আজই তো সুযোগ নিজের রূপ সব ঢেলে দেওয়ার।

কাগজে কলমে বলা আছে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাইরে গিয়ে দেখবেন ৪১ ডিগ্রির কম লাগবে না!

কী আর করা। সব জ্বালা একদিনই হয়। গরম, জ্যাম বৃহস্পতিবার। যেভাবেই হোক আজকের দিনটা পার হলে আরাম! উফফ!

শুভ যাক দিনটি!

সারাবাংলা/এমএ

 

গরম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর