আভিজাত্যের প্রতীক খঞ্জর
২৬ ডিসেম্বর ২০১৭ ১৮:১৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ১৮:২৩
সারাবাংলা ডেস্ক
নানা কারুকাজ করা ছোট ছুরি বা খঞ্জর কয়েক শতাব্দী ধরে ধরে আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে মধ্যপ্রাচ্যে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এখনো ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে দৃষ্টি নন্দন খঞ্জর ব্যবহার করা হয়ে থাকে।
বিভিন্ন স্থানে বিভিন্ন নাম রয়েছে এই সব ছুরিগুলোর। ওমানে একে খঞ্জর বলা হয়।
যে কোন সারারণ বা পারিবারিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে কারুকাজ করা খঞ্জন রাখা সম্মানের ব্যাপার হিসেবে বিবেচনা করা হয়।
সারাবাংলা/এমআই