দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং উন্মোচন করেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন প্রসেসর এক্সিনস ২৬০০। স্যামসাংয়ের দাবি অনুযায়ী, এটি বিশ্বের প্রথম ২ ন্যানোমিটার (এনএম) প্রযুক্তিতে নির্মিত স্মার্টফোন চিপ, যা পারফরম্যান্স ও শক্তি দক্ষতায় নতুন মানদণ্ড স্থাপন করবে।
বুধবার ২৪ তারিখ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই চিপটি সরাসরি প্রতিযোগিতা করবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ এবং মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৫০০-এর সঙ্গে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এক্সিনস ২৬০০ স্যামসাংকে আবারও মোবাইল চিপসেট বাজারে শক্ত অবস্থানে নিয়ে আসতে পারে। খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
উল্লেখ্য, গত বছর গ্যালাক্সি এস২৫ সিরিজে নিজস্ব এক্সিনস চিপ ব্যবহার না করে পুরোপুরি কোয়ালকমের প্রসেসরের ওপর নির্ভর করেছিল স্যামসাং। তবে পারফরম্যান্স ও অতিরিক্ত গরম হওয়ার অভিযোগের পর সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।
স্যামসাং জানিয়েছে, নতুন এক্সিনস ২৬০০-এ আগের সব সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা হয়েছে। ফলে আসন্ন গ্যালাক্সি এস২৬ সিরিজের কিছু মডেলে আবারও এক্সিনস চিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এক্সিনস ২৬০০-এ সংযুক্ত করা হয়েছে উন্নত নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ), যা আগের প্রজন্মের তুলনায় ১১৩ শতাংশ বেশি এআই পারফরম্যান্স দিতে সক্ষম। টিএসএমসির ২ ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়ায় তৈরি এই চিপে রয়েছে ১০-কোর সিপিইউ, যেখানে নতুন সি১-আল্ট্রা ও সি১-প্রো কোর ব্যবহার করা হয়েছে। এতে কম শক্তির কোর বাদ দিয়ে মাঝারি ও উচ্চ ক্ষমতার কোরের সমন্বয় রাখা হয়েছে।
স্যামসাংয়ের তথ্য অনুযায়ী, এক্সিনস ২৫০০-এর তুলনায় এক্সিনস ২৬০০-এর সামগ্রিক পারফরম্যান্স বেড়েছে সর্বোচ্চ ৩৯ শতাংশ। গ্রাফিক্সের জন্য এতে যুক্ত হয়েছে নতুন এক্সক্লিপস ৯৬০ জিপিইউ, যা ৫০ শতাংশ বেশি রে-ট্রেসিং পারফরম্যান্স দিতে সক্ষম। পাশাপাশি রয়েছে এআই-ভিত্তিক রেজ্যুলেশন স্কেলিং ও ফ্রেম জেনারেশন প্রযুক্তি।
ক্যামেরা সক্ষমতার দিক থেকেও চিপটি শক্তিশালী। এক্সিনস ২৬০০ সর্বোচ্চ ৩২০ মেগাপিক্সেল সেন্সর সমর্থন করে এবং ১০৮ মেগাপিক্সেল ক্যামেরায় জিরো শাটার ল্যাগ সুবিধা প্রদান করে। ভিডিও ধারণে এটি ৮কে ৩০ ফ্রেম পার সেকেন্ড এবং ৪কে ১২০ ফ্রেম পার সেকেন্ডে এইচডিআর ভিডিও রেকর্ড করতে পারে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে যুক্ত করেছে নতুন ‘হিট পাথ ব্লক’ প্রযুক্তি, যা তাপ অপসারণের দক্ষতা বাড়িয়ে দীর্ঘ সময় ধরে স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে।
সবকিছু ঠিক থাকলে, নতুন এক্সিনস ২৬০০ চিপ স্যামসাংয়ের আসন্ন গ্যালাক্সি এস২৬ ও এস২৬ প্লাস মডেলে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।