Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিসমাস কাউন্টডাউন: ঘণ্টার কাঁটা যত এগোয়, সান্তা তত কাছে!

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:১৪

ডিসেম্বর এলেই পৃথিবীজুড়ে এক অদ্ভুত ব্যস্ততা শুরু হয়। ক্যালেন্ডারের পাতায় চোখ রেখে কেউ গুনছে দিন, কেউ আবার মোবাইল অ্যাপে চালু করেছে কাউন্টডাউন টাইমার। কারণ একটাই— ক্রিসমাস আসছে!

২৫ ডিসেম্বর যত কাছে আসে, ততই আলো ঝলমল করে ওঠে শহর, ঘর আর মানুষের মন।

কাউন্টডাউন মানেই শুধু দিন গোনা নয়

ক্রিসমাস কাউন্টডাউন কেবল ‘আর কয় দিন বাকি’— এই হিসাব নয়। এটি আসলে এক ধরনের মানসিক প্রস্তুতি। দোকানে দোকানে ছাড়ের সাইনবোর্ড, বেকারিতে কেকের লাইন, বাসায় বাসায় ট্রি সাজানোর ধুম— সব মিলিয়ে ডিসেম্বর যেন আনন্দের রিহার্সাল মাস।

বিশ্বের অনেক দেশে ১ ডিসেম্বর থেকেই শুরু হয় অ্যাডভেন্ট কাউন্টডাউন। ছোট ছোট অ্যাডভেন্ট ক্যালেন্ডারে প্রতিদিন একটি করে চকলেট বা ছোট উপহার লুকানো থাকে। বাচ্চাদের কাছে এটি যেন প্রতিদিনের সারপ্রাইজ উৎসব!

বিজ্ঞাপন

সান্তার ব্যস্ত সময়

লোককথা বলছে, ডিসেম্বর যত এগোয়, সান্তা ক্লজের ওয়ার্কশপ তত ব্যস্ত হয়। এলফরা নাকি দিন-রাত খেলনা বানাতে থাকে, আর সান্তা লিস্ট মিলিয়ে দেখে— কে ভালো ছিল, কে একটু দুষ্টুমি করেছে!

মজার ব্যাপার হলো, আধুনিক যুগে সান্তার যাত্রাও আপডেটেড। বিভিন্ন ওয়েবসাইটে এখন ‘Track Santa’ অপশন থাকে, যেখানে ২৪ ডিসেম্বর রাতে দেখা যায় সান্তা কোন দেশ পেরোচ্ছেন।

উপহার কেনার চাপ বনাম আনন্দ

কাউন্টডাউন যত কমে, উপহার কেনার চাপ তত বাড়ে। ‘কী দেব?’, ‘পছন্দ হবে তো?’— এই দুশ্চিন্তার মাঝেও আছে মজা। কারণ ক্রিসমাসে উপহার শুধু দামের নয়, ভাবনার মূল্যই সবচেয়ে বড়।

অনেক পরিবার এখন উপহার কেনার বদলে একসঙ্গে সময় কাটানো, রান্না করা বা ছোট ভ্রমণের পরিকল্পনাও করছে— যা ক্রিসমাসের আসল আত্মাকেই তুলে ধরে।

এক দিনে, হাজার রকম ক্রিসমাস

ক্রিসমাস কাউন্টডাউন বিশ্বের সব জায়গায় এক রকম নয়…
ইউরোপে শহরের স্কয়ারে বসে ক্রিসমাস মার্কেট,
আমেরিকায় বাড়ির সামনে বিশাল আলো আর সাজসজ্জা,
আবার এশিয়ার অনেক দেশে এটি বেশি কালচারাল ও উৎসবমুখর আয়োজন,
বাংলাদেশেও এখন ক্রিসমাস কাউন্টডাউন মানেই চার্চে বিশেষ প্রার্থনা, বন্ধুবান্ধবের আড্ডা আর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা।

শেষ কথা

ক্রিসমাস কাউন্টডাউন আসলে আমাদের থামতে শেখায়—একটু ধীরে চলতে, একটু হাসতে, একটু ভাগাভাগি করতে। দিন শেষে বিষয়টা উপহার, আলো বা সাজসজ্জা নয়; ভালোবাসা আর আনন্দ গুনে গুনে কাছে টানার নামই ক্রিসমাস কাউন্টডাউন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

মাঠে গড়িয়েছে নারী ক্রিকেট লিগ
১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:১৩

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর