এখন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলে সহজেই অপ্রয়োজনীয় নম্বর ব্লক করতে পারেন। ব্লক করার পর সেই নম্বর থেকে বার্তা পাঠানো, কল করা বা আপনার আপডেট দেখা আর সম্ভব হয় না।
নম্বর ব্লক করার দুটি সহজ পদ্ধতি আছে…
প্রথম পদ্ধতিতে, ব্যবহারকারী সেই অপ্রয়োজনীয় নম্বরের চ্যাট খোলেন। তারপর চ্যাটের উপরের ডান দিকে থাকা তিনটি ডট ট্যাপ করে ‘মোর’ অপশন থেকে ‘ব্লক’ নির্বাচন করতে হবে। নিশ্চিতকরণের জন্য আবার ‘ব্লক’-এ ট্যাপ করতে হয়।
দ্বিতীয় পদ্ধতিতে ‘সেটিংস > প্রাইভেসি > ব্লকড কন্ট্যাক্টস’-এ গিয়ে ‘অ্যাড’ অপশনে ট্যাপ করতে হয়। এরপর অপ্রয়োজনীয় নম্বরটি খুঁজে নির্বাচন করে ‘ব্লক’ করতে হবে। এই পদ্ধতিতে ব্যবহারকারী যে কোনো নম্বর সহজেই ব্লক করতে পারেন।
এছাড়া হোয়াটসঅ্যাপে একটি ফিচার রয়েছে যেটি অজানা নম্বর থেকে আসা কলগুলো নীরব করতে সাহায্য করে। ‘সাইলেন্স আননোন কলার্স’ ফিচার ব্যবহারকারীর গোপনীয়তা এবং কল ব্যবস্থাপনাকে উন্নত করে। এতে অজানা নম্বর থেকে আসা কলের রিং শব্দ শুনা যায় না, তবে কলটি কল লিস্টে রেকর্ড হয়। ফলে প্রয়োজন হলে পরে দেখা যায় এবং ব্যবহারকারী স্প্যাম বা স্ক্যাম কল থেকে সুরক্ষা পান।
সব মিলিয়ে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ব্লক ফিচার এবং নীরব কল সুবিধা ব্যবহার করে নিজের ডিজিটাল স্পেসকে নিরাপদ এবং শান্তিপূর্ণ রাখতে পারেন।