Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ‘ট্রিক শটের দিন’

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৫:১৭

আপনি কি কখনো সোশ্যাল মিডিয়ায় সেই অবিশ্বাস্য ট্রিক শট ভিডিওগুলো দেখে হেসে উঠেছেন বা অবাক হয়ে ভেবেছেন— ‘এটা কি সত্যিই সম্ভব?’ তাহলে জেনে রাখুন, ১ ডিসেম্বর সেইসব পাগলাটে মুহূর্তকে উদযাপনের দিন— World Trick Shot Day। খেলাধুলার জগতের সবচেয়ে মজাদার, দুষ্টামিভরা আর হাস্যরসাত্মক উদযাপনগুলোর একটি এই দিবস।

ট্রিক শট— মানে এমন এক শট, যেখানে সাধারণ নিয়মে খেললে হবে না; দরকার কল্পনা, সময়জ্ঞান, দক্ষতা আর প্রচুর মজা। পুল টেবিল হোক, বাস্কেটবল কোর্ট হোক, এমনকি বাড়ির বারান্দা কিংবা রান্নাঘরের চায়ের কাপও হতে পারে মঞ্চ। একেকজন একেক রকম শট পরিকল্পনা করেন— কেউ দেয়ালে লাগিয়ে বল ছুঁড়ে দেন, কেউ আবার ঘুরে, লাফিয়ে বা উল্টো হয়ে শট নেন। আর একবার শট বসে গেলে সেই আনন্দটা কি আর বলে বোঝানো যায়! তাই তো বিশ্বজুড়ে খেলোয়াড়, ভক্ত, ইউটিউবার, এমনকি শিশুরাও এই দিনে একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়—’দেখো তো, আমার ট্রিক শটটা কপি করতে পারো?’

বিজ্ঞাপন

এই দিবসের জন্ম কোথায়?

World Trick Shot Day আনুষ্ঠানিকভাবে প্রথম চালু করে হার্লেম গ্লোবট্রটার্স— বাস্কেটবলের সেই কিংবদন্তি বিনোদনদল, যাদের ট্রিক শটের খ্যাতি বিশ্বজুড়ে। তারা এই দিনটিকে ঘোষণা করে খেলাধুলার মধ্যে সৃজনশীলতা, হাসি আর আনন্দ ছড়িয়ে দিতে। তাদের ভাষায়, ‘ট্রিক শট মানে শুধু শট নয়— এটা একটা শিল্প, এক ধরনের আনন্দের খেলা।’

ট্রিক শটের মজাটা আসলে কোথায়?

ট্রিক শটের সবচেয়ে বড় আনন্দ হলো তার ‘অপ্রত্যাশিততা’। কখনো আপনি শ’বার চেষ্টা করেও শট বসাতে পারবেন না, আবার কখনো হঠাৎই প্রথম চেষ্টায় বল গিয়ে সোজা বাস্কেটে ঢুকে যাবে। আর এই অপ্রত্যাশিত মুহূর্তই এনে দেয় সবচেয়ে বড় বিস্ময়। তাই তো আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ট্রিক শট হয়ে উঠেছে ভাইরাল কনটেন্টের রাজা—একটু মজা, একটু ধৈর্য, আর একটু ‘লাকি’ টাচ মিললেই ভিডিও মিলিয়ন ভিউ।

এই দিনে মানুষ কী করে?

১ ডিসেম্বর বিশ্বজুড়ে নানা রকম চ্যালেঞ্জ ছড়িয়ে পড়ে—

বাস্কেটবল খেলোয়াড়রা দূর থেকেও বাস্কেটে বল ঢোকান,
ফুটবলপ্রেমীরা দেয়ালে বাউন্স দিয়ে নেট স্পর্শ করান,
পুল খেলোয়াড়রা এক শটে তিন-চারটি বল ফেলেন,
আর ঘরে বসে মানুষেরা মগের মধ্যে পিঙ্গ পং বল ফেলেন!,
অনেকে আবার পরিবার বা বন্ধুদের সঙ্গে ছোট প্রতিযোগিতা করে। কোনো পুরস্কার নেই, কোনো চাপ নেই— শুধু আনন্দ।

ট্রিক শটের আরেক দারুণ দিক হলো, এটি প্রমাণ করে ব্যর্থতা সবসময় খারাপ কিছু নয়। কারণ আপনি যতবার ব্যর্থ হন, ততবারই নতুনভাবে চেষ্টা করার সুযোগ আসে। তাই এক অর্থে World Trick Shot Day আমাদের মনে করিয়ে দেয়— জীবনেও মাঝে মাঝে একটু ‘ট্রিক’ দরকার। নিয়ম ভেঙে নতুন কিছু চেষ্টা করাই তো আসল আনন্দ!

তাই ১ ডিসেম্বর একটুখানি সময় মাথা থেকে সিরিয়াসনেস ঝেড়ে ফেলুন। হাতে নিন একটি বল, একটি কাপ বা যে কোনো ছোট বস্তু। আর চেষ্টা করে দেখুন—হয়তো আজই আপনি হয়ে উঠবেন আপনার নিজের জীবনের ‘ট্রিক শট চ্যাম্পিয়ন’!

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর