রাত গভীর হলে হাওয়ায় যেন অদ্ভুত এক শোঁ-শোঁ শব্দ। জানালার পাশে রাখা ছোট্ট জুতোটার দিকে তাকালে মনে হয়— কেউ কি এটাকে নেড়ে গেল? বাচ্চারা তখন দম বন্ধ করে কান পেতে থাকে— ‘এ কি সত্যি? সত্যিই কি আজ রাতে সেন্ট নিকোলাস আসবেন?’ যেন অদৃশ্য এক পদচারণার পর জুতো ভরে যায় চকোলেট, বাদাম আর ছোট্ট উপহার দিয়ে। […]
৬ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪