পরিবারের হাতেই সবচেয়ে বেশি খুন হচ্ছে নারী
২৬ নভেম্বর ২০১৮ ১৫:৩৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৫:৪৫
রোকেয়া সরণি ডেস্ক ।।
সারা পৃথিবীতে প্রতিদিন গড়ে ১৩৭ জন নারী পরিবারের সদস্যদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। নারীর প্রতি সহিংসতার এই বিষয়টি উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
জাতিসংঘের মাদক ও অপরাধ নিয়ন্ত্রক সংস্থা (ইউএনওডিসি) পরিচালিত ওই গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে বিশ্বজুড়ে ৮৭ হাজার নারী হত্যাকাণ্ডের শিকার হন । এদের মাঝে অর্ধেকের বেশি নারীর মৃত্যু হয়েছে ঘনিষ্ঠজনের হাতে। প্রায় ৩০ হাজার নারীকে হত্যা করেছেন তাদের সঙ্গীরাই। আর আত্মীয় বা পরিবারের অন্য সদস্যদের হাতে নিহত নারীর সংখ্যা প্রায় ২০ হাজার।
জরিপকারি সংস্থাটির পক্ষে থেকে বলা হয়েছে, নারীকে হত্যার জন্য তার নিজের বাড়িই সবচাইতে উপযুক্ত জায়গা হয়ে উঠেছে।
জাতিসংঘের ওই প্রতিবেদনটি বলছে, সঙ্গী বা ঘনিষ্ঠজনের হাতে মৃত্যুর ঝুঁকি সবচাইতে বেশি আফ্রিকায়। অন্যদিকে ২০১৭ সালে শুধু এশিয়াতেই ঘনিষ্টজনের হাতে মৃত্যু হয়েছে ২০ হাজার নারীর।
সারাবাংলা/আরএফ
নারী হত্যাকান্ড নারীর প্রতি সহিংসতা পারিবারিক হত্যাকান্ড সহিংস পরিবার