Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মে দিবসের নাটক
বর্ণবাদ ও শ্রমিকদের নায্য পাওনা নিয়ে ‘জন হেনরী’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ মে ২০২৫ ১৩:০০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৭:৫৬

জন হেনরী নাটকের একটি দৃশ্য

মহান মে দিবস সারা বিশ্বের শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে নাটক ‘জন হেনরী’।

শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরী’র ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এ নাটকটিই এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন তিনি। বর্ণবাদ ও শ্রমিকদের নায্য পাওনার প্রেক্ষাপটে রচিত ‘জন হেনরী’ নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বিটিভির স্টুডিওতে।

বিজ্ঞাপন

একজন নিষ্ঠাবান মহান শ্রমিকের একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে নাটকটিতে। গল্পে আরো দেখা যাবে জন হেনরী ও মেরী ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড় ভাঙা শ্রমিকের জীবন সংগ্রাম। অভিনয় করেছেন আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনাসহ থিয়েটার অঙ্গনের শিল্পীরা।

গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচারিত হবে বৃহস্পতিবার (১ মে) রাত ৯টায় বিটিভিতে।

সারাবাংলা/এজেডএস