Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতনট্যম সন্ধ্যা ‘রঙ্গশ্রী’ [ফটো স্টোরি]


২৫ জুন ২০১৮ ১৮:৪৬ | আপডেট: ২৫ জুন ২০১৮ ১৯:৩৯

ভরতনাট্যম, অমিত চৌধুরী, অর্থী আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে দুই দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য ‘ভারতনট্যম’-এর আয়োজন করা হয়। ‘রঙ্গশ্রী’ শিরোনামে ‘কল্পতরু’ আয়োজিত অনুষ্ঠানে গতকাল (২৪ জুন) প্রথম দিনে নৃত্য পরিবেশন করেন অমিত চৌধুরী ও অর্থী আহমেদ।

চট্টগ্রামের ছেলে অমিত চৌধুরী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেন। এরপর ভারতীয় নৃত্যগুরু রাজীব ব্যানার্জীর কাছে ভারতনট্যম এর উপর প্রথম হাতেখড়ি নেন। পরবর্তীতে ভারতের আরেক প্রখ্যাত নৃত্যগুরু কীর্তিরাম গোপালের কাছে তালিম নেন। তিনি গুরু প্রিয়ভাজন ছিলেন, সেকারণে অমিতের উপযোগী করে বেশকিছু নাচের কম্পোজিশন তৈরী করেন নৃত্যগুরু কীর্তিরাম গোপাল। অমিত চৌধুরী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মিং স্টাডিজ বিভাগে কর্মরত আছেন।

অন্যদিকে অর্থী আহমেদ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাচের উপর মাস্টার্স করেন। তিনি এখন ‘কল্পতরু’তে ভারতনট্যমের শিক্ষক হিসেবে কাজ করছেন।

দ্বিতীয় দিনে (২৫ জুন) উৎসবে ভারতনট্যম পরিবেশন করবে ‘কল্পতরু’ সংগঠনের শিক্ষার্থীরা। প্রথম দিনে অনুষ্ঠানের ছবি তুলেছেন সারাবাংলা ডট নেটের স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি/আরএসও/পিএ

ভরতনাট্যম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর