সিনেমা, নাটক ও নানা অনুষ্ঠান নিয়ে দুরন্তর ৭ দিনব্যাপী ঈদ আয়োজন
২৩ মার্চ ২০২৫ ১৬:৪৪
এবার ৭ দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করছে দুরন্ত টিভি। এতে থাকছে ৫টি সিনেমা ‘অ্যালিস মিরান্ডা ফ্রেন্ডস ফরএভার’, ‘কিং লরিন’, ‘দ্য হান্ট ফর হ্যানিবল’স ট্রেজার’, ‘শর্টি অ্যান্ড দ্য লিজেন্ড অফ দি এনচান্টেড রীফ’, এবং ‘অ্যাট আই লেভেল’র বাংলা প্রিমিয়ার। যা প্রচারিত হবে ঈদের ১ম দিন থেকে ৫ম দিন পর্যন্ত বিকাল ৩টায়। এছাড়াও থাকছে ৭ দিনব্যাপী ঈদের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা – সিজন ৩’, রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি – সিজন ৩’, ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’ ও পাপেট নাটক ‘খাট্টা মিঠা’।

‘অ্যালিস মিরান্ডা ফ্রেন্ডস ফরএভার’-এর বাংলা প্রিমিয়ার প্রচারিত হবে ঈদের দিন বিকাল ৩টায়
‘অ্যালিস মিরান্ডা ফ্রেন্ডস ফরএভার’-এর বাংলা প্রিমিয়ার
বুদ্ধিমতী মেয়ে অ্যালিস মিরান্ডা। সে দেশের নামকরা একটি স্কুলে ভর্তি হয়। স্কুলের কঠিন নিয়ম-কানুনে নিজেকে খাপ খাওয়াতে হয় তাকে। নানান কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তার বুদ্ধিমত্তা যাচাই করা হয়, অবশেষে সে স্কুলে স্থান করে নেয়। অ্যালিসের সাথে থাকে তার দুই বন্ধু মিলি এবং জ্যাসিন্তা আর তার দুষ্টু ঘোড়া বোনি। অ্যালিস মিরান্ডার স্কুল জীবনের নানা অ্যাডভেঞ্চার ও রহস্য নিয়ে সিনেমা ‘অ্যালিস মিরান্ডা ফ্রেন্ডস ফরএভার’। এর কন্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন শরীফ হাসান চৌধুরী। সিনেমাটি প্রচারিত হবে ঈদের দিন বিকাল ৩টায়।

‘কিং লরিন’-এর বাংলা প্রিমিয়ার প্রচারিত হবে ঈদের ২য় দিন বিকাল ৩টায়
‘কিং লরিন’-এর বাংলা প্রিমিয়ার
১৬ বছর বয়সী রাজকুমার থিও। যোগ্য রাজকুমার হবার মতো দক্ষতা তার নেই। এই নিয়ে রাজা চিন্তায় পড়ে যান। অপরদিকে থিওর চাচাতো ভাই উইটিচ একজন দক্ষ অস্ত্রবিদ। সে থিওদের রাজ্য আক্রমণের প্রস্তুতি নেয়। ঘটনাচক্রে থিওর বন্ধুত্ব হয় রাজ্য থেকে বিতাড়িত রাজা লরিনের সাথে। রাজা লরিন তাঁর জ্ঞান ও যাদু দিয়ে থিওকে সহায়তা করেন। অদক্ষ এক রাজকুমারের যোগ্য হয়ে ওঠার গল্প ‘কিং লরিন’। এর কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন ঈন্দ্রণী ঘটক। সিনেমাটি প্রচারিত হবে ঈদের ২য় দিন বিকাল ৩টায়।

‘দ্য হান্ট ফর হ্যানিবল’স ট্রেজার’-এর বাংলা প্রিমিয়ার প্রচারিত হবে ঈদের ৩য় দিন বিকাল ৩টায়
‘দ্য হান্ট ফর হ্যানিবল’স ট্রেজার’-এর বাংলা প্রিমিয়ার
লায়লা ছুটি কাটাতে তার খালা বাড়ি আসে। সেখানে তার পরিচয় হয় ফ্রেড এর সাথে। একদিন হারানো কুকুরছানা উদ্ধার করতে গিয়ে লায়লা আর ফ্রেড দুষ্টু একটি চক্রের পিছু নিয়ে তাদের আস্তানায় চলে যায়। সেখানে তারা জানতে পারে হ্যানিবলের গুপ্তধনের বিষয়ে, যা ফ্রেডের ছোটবেলার একটি দুর্ঘটনার সাথে জড়িত। জড়িয়ে পড়ে তারা রহস্যময় এক দুঃসাহসী অভিযানে। দুরন্ত টিভির ভাষান্তরিত সিনেমা ‘দ্য হান্ট ফর হ্যানিবল’স ট্রেজার’। এর কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব। প্রচারিত হবে ঈদের ৩য় দিন বিকাল ৩টায়।

‘শর্টি অ্যান্ড দ্য লিজেন্ড অফ দি এনচান্টেড রীফ’ প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন বিকাল ৩টায়
‘শর্টি অ্যান্ড দ্য লিজেন্ড অফ দি এনচান্টেড রীফ’-এর বাংলা প্রিমিয়ার
শর্টি, ইন্ডিগো এবং জ্যাক সমুদ্রতলের নীলচে জগতে বসবাসকারী তিনটি মাছ। একদিন কিছু মানুষ তাদের সেই নীলচে সুন্দর জগতে হামলা চালিয়ে সব ধ্বংস করে দেয়। দিগি¦দিক ঘুরতে থাকে মাছেরা নিরাপদ আশ্রয়ের খোঁজে। যেখানেই যায় সব জায়গাতেই মানুষের ভয়াল থাবা। বাস্তুহারা হয়ে তারা নতুন ঠিকানার খোঁজে ঘুরতে থাকে আর ভাবে ‘কী ধরণের প্রাণী এই মানুষ জাতী! তারা নিজেরাই প্রকৃতির অংশ হয়েও নিজের হাতেই প্রকৃতিকে ধ্বংস করছে।’
‘শর্টি অ্যান্ড দ্য লিজেন্ড অফ দি এনচান্টেড রীফ’-এর কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম। প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন বিকাল ৩টায়।

‘অ্যাট আই লেভেল’-এর বাংলা প্রিমিয়ার প্রচারিত হবে ঈদের ৫ম দিন বিকাল ৩টায়
‘অ্যাট আই লেভেল’-এর বাংলা প্রিমিয়ার
১১ বছরের ছোট্ট ছেলে মিকি থাকে এতিমখানায়। তার মা মারা গেছেন আর বাবার পরিচয় তার অজানা। একদিন মায়ের লেখা একটি চিঠির সূত্র ধরে তার বাবাকে সে খুঁজে বের করে। কিন্তু বাবাকে দেখার পর মিকি আর মেনে নিতে পারে না তার বামন বাবাকে, যার উচ্চতা মিকির চেয়েও কম। বন্ধুদের বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে সে। কিন্তু বাবার সাথে থাকতে থাকতে একসময় তাদের চমৎকার বন্ধুত্ব হয়। বন্ধুত্বের এক পর্যায়ে সে জানতে পারে বাবাকে নিয়ে আরও গোপন একটি রহস্য। সেই রহস্য নিয়েই দুরন্ত টিভির ঈদের সিনেমা ‘অ্যাট আই লেভেল’। এর কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার রানা। প্রচারিত হবে ঈদের ৫ম দিন বিকাল ৩টায়।

দুরন্ত টিভির ঈদ উল ফিতরের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা – সিজন ৩’
হৈ হৈ হল্লা – সিজন ৩
দুরন্ত টিভির ঈদ উল ফিতরের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা – সিজন ৩’। অবসরপ্রাপ্ত ডাক্তার সফদার চৌধুরীর বাড়ির ৫টি তলায় ৫টি ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের বসবাস। এই বাড়ির শিশুদের দল খেলাধুলা, দুষ্টুমি আর আনন্দ উৎসবে সবসময়ই একসাথে থাকে। একজনের বিপদে অন্যরা এগিয়ে আসে। এবার, ঈদে নতুন জামা কাপড়কে ঘিরে এই বাড়ির শিশুদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শিশুদের এই আনন্দমাখা উত্তেজনাকে দ্বিগুণ করতে বাবা-মায়েরা একটি সারপ্রাইজ পরিকল্পনা করে। সেই সারপ্রাইজকে কেন্দ্র করে ঘটতে থাকে মজার সব ঘটনা।
নাটকটি প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত দুপুর ১২টা, দুপুর ২টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে।
হাসান শাহরিয়ার-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। এতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, কাওসার বিন মামুন, রাইদা ঋ জুনি, অন্যান্য চরিত্রে আছেন আবুল হায়াত, শাহনাজ খুশি, ফরহাদ লিমন প্রমুখ।

ঈদ আয়োজনে ঈদ স্পেশাল নানান রেসিপি নিয়ে আসছে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি – সিজন ৩’
বানাই মজার খাবার মা-বাবা আর আমি – সিজন ৩
সাত দিনের ঈদ আয়োজনে ঈদ স্পেশাল নানান রেসিপি নিয়ে আসছে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি – সিজন ৩’। অনুষ্ঠানটিতে প্রতি পর্বে একজন শিশু তার মা অথবা বাবাকে সাথে নিয়ে আসে। তারা ঈদ স্পেশাল বিভিন্ন ধরণের খাবার রান্না করে, খায় এবং গল্প-আড্ডার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে।
আফিফা আখতার লিটা’র সঞ্চালনায় ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি – সিজন ৩’ পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত সকাল ৮টা, দুপুর ১টা ও বিকাল ৫টা ৩০ মিনিটে।

সাত দিনব্যাপী বিশেষ ঈদ আয়োজনে থাকছে শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’
দুরন্তপনা
দুরন্ত টিভির সাত দিনব্যাপী বিশেষ ঈদ আয়োজনে থাকছে শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’। অনুষ্ঠানটিতে ৭টি ব্যান্ড অংশগ্রহণ করবে। এদের মধ্যে ঈদের ১ম দিন থাকবে খোলা ছাদ আনলিমিটেড, ২য় দিন এসেইস, ৩য় দিন গঙ্গাফড়িং, ৪র্থ দিন শিশু শিল্পী তমাল ও পৃথিয়া, ৫ম দিন ব্যান্ড বিসর্গ, ৬ষ্ঠ দিন সুহা-সামাহ্ এবং ৭ম দিন থাকবে অর্পিতা-অর্ণব। প্রতিটি ব্যান্ড ৩টি করে গান পরিবেশন করবে, এর মধ্যে থাকবে ২টি বাংলা গান ও ১টি ইংরেজি গান। বিখ্যাত গান কাভার করা ছাড়াও শিল্পীদের মৌলিক গানও থাকবে অনুষ্ঠানটিতে। গানের পাশাপাশি উপস্থাপিকা আফরিন অথৈ-এর সাথে শিল্পীদের গল্পে উঠে আসবে ব্যান্ডটির গড়ে ওঠার মজার সব তথ্য। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফরিদা লিমা। দুরন্ত টিভিতে ব্যান্ড শো দুরন্তপনা প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত দুপুর ১২টা ৩০ মিনিট ও বিকাল ৫টায়।
এছাড়াও ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিট ও দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘রঙের খেলায় সুরের ভেলায়’ অনুষ্ঠানটির বিশেষ ঈদ পর্ব এবং ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত সকাল ৭টায় প্রচারিত হবে পাপেট নাটক ‘খাট্টা মিঠা’।
সারাবাংলা/এএসজি