সুশান্ত আত্মহত্যাই করেছেন, চূড়ান্ত প্রতিবেদন সিবিআইয়ের
২৩ মার্চ ২০২৫ ১৬:৩৩
অবশেষে স্বস্তি। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল সুশান্তের প্রেমিকা রিয়া ও তাই ভাইয়ের। এই ঘটনায় রিয়া চক্রবর্তী, তার ভাই শৌভিক চক্রবর্তী ও তার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ ছিল। দুই ভাইবোনকে মাস কয়েক জেল খাটতেও হয়েছিল। যদিও গত বছর সুপ্রিম কোর্টে রেহাই পায় গোটা পরিবার। এ বার সুশান্তের মামলাই বন্ধ করে দিচ্ছে সিবিআই। চূড়ান্ত রিপোর্টে জানানো হয়েছে আত্মহত্যা ছাড়া তদন্তে অন্য কোনও দিক উঠে আসেনি সুশান্ত মৃত্যুর ক্ষেত্রে। অবশেষে পাঁচ বছর মুখ খুললেন রিয়ার ভাই শৌভিক।
২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। এই ঘটনা গোটা বলিউডে বড় ধাক্কা লেগেছিল। সুশান্তের মৃত্যু নিয়ে জলঘোলা হয় বিস্তর। প্রথমেই আঙুল ওঠে রিয়ার বিরুদ্ধে। বান্দ্রার সেই ফ্ল্যাটে একত্রবাস করতেন সুশান্ত ও রিয়া। আসা যাওয়া ছিল রিয়ার ভাই শৌভিকেরও। মৃত্যুর কিছু দিন আগে রিয়া-সুশান্তের বিচ্ছেদ হয়েছিল বলে খবর রটেছিল।
এই ঘটনায় মাদকযোগে নাম জড়ায় রিয়ার ও শৌভিকের। সেই অভিযোগের ভিত্তিতে এক মাস সংশোধনাগারে থাকতে হয়েছিল অভিনেত্রীকে। মুম্বই পুলিশ ঘটনার পরেই দাবি করেছিল, অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন সুশান্ত। যদিও মানতে চাননি সুশান্তের পরিবার। অবশেষে সিবিআইয়ের তরফে ‘ক্লিন চিট’ দেওয়া হল চক্রবর্তী পরিবারকে। তারপরই দিদির সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী ভাই লেখেন, ‘‘সত্যের জয় হয়েছে।’’ গত পাঁচ বছর প্রতিটা সময় দিদির পাশে থেকেছেন শৌভিক। একই ভাবে ভাইয়ের পাশে সাহস জুগিয়েছেন রিয়াও। অবশেষে অন্ধকার সরিয়ে আশার আলো দেখল চক্রবর্তী পরিবার।
সারাবাংলা/এজেডএস