গীতিকবি সংঘের ওয়েবসাইট উদ্বোধন
২২ মার্চ ২০২৫ ১৬:৪২
গীতিকবি সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২১ মার্চ)। রাজধানীর মগবাজারের অ্যাট দ্য টেবিলে আয়োজিত সভায় সংগঠনটির ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এর ইউআরএল হলো: https://lyricistsassociationbd.com/. সকল সদস্যের সংক্ষিপ্ত প্রোফাইলসহ ওয়েবসাইটটিতে সংগঠনের অনেক প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংযোজন করা হয়েছে।
সভাটির সভাপতিত্ব করেন সংগঠনের আসিফ ইকবাল। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন জয় শাহরিয়ার। অর্থ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন এনামুল কবির সুজন।
আসিফ ইকবাল সংগঠনের নতুন সদস্যদেরকে আনুষ্ঠানিকভাবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় বক্তব্য রাখেন সংঘের সহ-সভাপতি কে. এম. মোস্তাফিজুর রহমান (বাপ্পী খান), যুগ্ম সাধারণ সম্পাদক বাকীউল আলম, সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তুষার হাসান, লিটন অধিকারী রিন্টু, গোলাম মোর্শেদ, ইথুন বাবু, শফিক তুহিন, প্রবীর সর্দার, গুঞ্জন রহমান, লুৎফর হাসান, সাকী আহমদ, হোসনে আরা জলি, অধরা জাহান, লোপা হোসেইন প্রমুখ।
২০২০ সালে গীতিকবিদের সংগঠন হিসেবে গীতিকবি সংঘ বাংলাদেশের যাত্রা শুরু হয়।
সারাবাংলা/এজেডএস