Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখের কারণে ভেঙেছিল শতাধিক বিয়ে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১৬:৫২

বলিউড বাদশা শাহরুখ খানকে পর্দায় দেখে এখনো সব শ্রেণির দর্শকরা মুগ্ধ। অভিনয়ের মাধ্যমে তিনি যেন জাদুমন্ত্র ছড়িয়ে দেন। এ নায়কের সব কিছুই অনুরাগীদের ভালোলাগে। কিং খানের জন্য ভক্তরা অনেক কিছু করতে পারেন। এমনকি তার জন্য মুম্বাইয়ে শতাধিক বিয়ে পিছিয়ে গিয়েছিল।

এ ঘটনা প্রায় দুদশক আগের। সেই সময় শাহরুখ-ঐশ্বরিয়ার ‘দেবদাস’ সিনেমার শুটিং চলছিল। ৫০ কোটি রুপি বাজেটের সিনেমার সেট ছিল নজরকাড়া। মুম্বাইতে কমপক্ষে এক কিলোমিটার এলাকাজুড়ে পর্দার চন্দ্রমুখী মাধুরীর কোঠার জমকালো সেট তৈরি করা হয়।

বিজ্ঞাপন

সেই সেটের একেবারে শেষ প্রান্তে ১০০ ওয়াটের আলো লাগানোর কথা বলেন সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান। আলো জ্বালানোর জন্য মুম্বাইয়ের যত জেনারেটর ছিল প্রায় সবই ভাড়া নিয়ে নেওয়া হয়।

তার ফলে ওই সময়ে মুম্বাইতে জেনারেটের সংকট দেখা যায়। এ কারণে অনেক বিয়ের অনুষ্ঠান বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমার সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান স্মৃতির পাতা থেকে এমন অভিজ্ঞতার কথা বলেন। সেদিন সত্যি কিছুটা খারাপ লাগে বিনোদের। তবে ছবি মুক্তির পর বক্সঅফিসে ঝড় তোলে। ১৬৮ কোটি টাকা উপার্জন করে সিনেমাটি। ব্যাপক সাফল্যের পর নাকি সিনেমাটোগ্রাফারের দুঃখ কিছুটা কমেছে।

এদিকে শাহরুখ খান বড় পর্দায় ফিরতে চলেছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমা দিয়ে। ২০২৬ সালে এটি মুক্তি পাবে। এছাড়াও তিনি বর্তমানে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘পাঠান ২’ সিনেমাটিতেও কাজ করছেন। এই ছবিটিরও চিত্রনাট্য তৈরির কাজ চলছে।

সারাবাংলা/এজেডএস

শতাধিক বিয়ে শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর