Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে দেখা মিললো ঐশ্বরিয়া-অভিষেকের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ মার্চ ২০২৫ ১৫:৩৮

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই

বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ হচ্ছে─এমন গুঞ্জনের বয়স দুই বছরের বেশি। তবে তাদের মধ্যে সম্পর্ক ভালো নেই, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমগুলোতে। এরই মধ্যে সম্প্রতি দুজনকে একসঙ্গে দেখা গিয়েছি।

বছর শেষে মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী অভিষেক এবং শ্বশুর অমিতাভের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তারপর তারা সপরিবারে ঘুরতেও গিয়েছিলেন। আবারও একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন ঐশ্বরিয়া এবং অভিষেক। দুজনের পরনে একই রঙের পোশাক। ইস্কনের মহারাজ হরিনাম দাসের সঙ্গে ফ্রেমবন্দি তারকা দম্পতি। সেই ছবি পোস্ট করা হয়েছে হরিনাম দাসের ইনস্টাগ্রামে।

বিজ্ঞাপন

ঐশ্বরিয়া এবং অভিষেকের এমন হাসিখুশি ছবি দেখে খুশি তাদের ভক্তরাও। নেটিজেনদের একাংশের মতে তাদের বিচ্ছেদের আলোচনা সত্যি জল্পনা-কল্পনা।

কিন্তু চার দেওয়ালের মধ্যে তাদের সম্পর্ক ঠিক কোন দিকে মোড় নিয়েছে তা বলা আসলে কেউ বলতে পারছে না। বৃন্দাবন মন্দিরে যাওয়ার আমন্ত্রণও এদিন পেয়েছেন তারা। তারকা দম্পতির সঙ্গে দেখা করে ইস্কনের মহারাজও যে বেশ খুশি হয়েছেন তা নিজের পোস্টে লিখেছেন তিনি। বর্তমানে ঐশ্বর্য-অভিষেকের সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে তা সঠিক বলা যাচ্ছে না।

সারাবাংলা/এজেডএস

অভিষেক রাই বচ্চন ঐশ্বরিয়া রাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর