Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে ঈদে ‘হাউ সুইট’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ মার্চ ২০২৫ ১৭:০৮

কাজল আরেফিন অমি পরিচালিত এবং জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, পাভেল অভিনীত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ গেল ভালোবাসা দিবসে আসার কথা থাকলেও পিছিয়ে যায়। নির্মাতা জানিয়েছেন, এটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে।

পরিচালক অমি জানান, পোস্ট প্রডাকশনে কালারের কাজ শেষ হয়নি বলে মুক্তি দেয়া সম্ভব হয়নি। এর মধ্যে আবার ভিসা জটিলতা ছিল। তিনি বলেন, হাউ সুইট ঈদে এলে আরও বেশি জমবে। কারণ, এটি রোম্যান্টিক এবং কমেডি গল্পে নির্মিত। আমার বিশ্বাস ঈদে দর্শকদের মন মাতাবে।

বিজ্ঞাপন

বরিশাল, ঢাকার বিভিন্ন লোকেশন শুটিং হয়েছে ‘হাউ সুইট’র। অমি বলেন, চমচম খেলে যেমন মিষ্টি অনুভব হয়, এই গল্পটি দেখলে দর্শকদের সেই অনুভূতি হবে। আর এই ধরনের কাজে অপূর্ব ভাই ছাড়া কেউ মাথায় আসেনি। ফারিণের সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। সে রোমান্টিক সিরিয়াস দুই চরিত্রেও ভালো করে। এ কারণে অপূর্ব ভাই ও ফারিণকে নেয়া হয়েছে। অপেক্ষা করছি কবে দর্শকদের দেখাতে পারবো।

নাটক নির্মাণ কমিয়ে ওটিটি’র কাজে বেশি দেখা যাচ্ছে অমিতে। বঙ্গতে তিনি পরপর হোটেল রিলাক্স, অসময় কনটেন্টগুলো বানিয়ে সাড়া ফেলেছেন। এই নির্মাতা বিভিন্ন মন্তব্যে বলে থাকেন, তিনি সিনেমা বানাবেন; তার প্রস্তুতি হিসেবে ওয়েব কনটেন্ট বানিয়ে ঝালাই করে নিচ্ছেন।

সারাবাংলা/এজেডএস

কাজল আরেফিন অমি জিয়াউল ফারুক অপূর্ব তাসনিয়া ফারিণ হাউ সুইট