‘পূণির্মার সাথে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত’
২১ জুন ২০১৮ ১৩:৩৩ | আপডেট: ২১ জুন ২০১৮ ১৫:০৩
রেজওয়ান সিদ্দিকী অর্ণ ।।
ইরফান সাজ্জাদ এই প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেতা। রিয়েলিটি শো থেকে উঠে আসা এ তারকার পথচলা বেশীদিনের না। এরইমধ্যে তিনি ছোটপর্দায় অনেক নাটকে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। পেয়েছেন সব শ্রেণী পেশার দর্শকের প্রশংসা।
ঈদ উপলক্ষে তিনি একাধিক নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো প্রচারিত হওয়ার পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছেন। সারাবাংলার সাথে আলাপকালে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন অভিনয় করি তখন সবসময় ভালো করার চেষ্টা করি। কারণ আমি চাই দর্শকদের তা ভালো লাগুক। এ পর্যন্ত কমবেশী ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। কিছু কিছু কাজ মানুষ খুব পছন্দ করেছেন। ফেসবুকে ইনবক্স করে অনেকে আমার কাজের প্রশংসা করছেন।’
নিজের নাটক ছাড়া অন্য কারও নাটক দেখা হয় কি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অন্য কারো নাটক এখনও দেখিনি, তবে দেখবো। আমি আমার বাড়ি চট্টগ্রামে ঈদ করি। এখানে আসলে পরিবার-আত্মীয় স্বজনকে সময় দিতে হয়। সে কারণে ইচ্ছা থাকলেও দেখা হয়ে ওঠে না। তবে কিছু কিছু নাটক আমি ঠিক করে রেখেছি যেগুলো ফ্রি হয়ে দেখবো।’
প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমার সঙ্গে অভিনয় করেছেন ইরফান। তার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে পূর্ণিমার মতো একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করার খুব ইচ্ছা ছিলো। তিনি শুধু ভালো অভিনেত্রী না, একজন ভালো মানুষও। তার ভক্ত ছিলাম আমি। এমনকি এখনও ভক্ত। মোস্তফা কামাল রাজ যখন আমাকে চিত্রনাট্য দিলো তখন আমি তাকে উচ্ছ্বসিত হয়ে বলেছিলাম, আমি শতভাগ চেষ্টা করবো ভালো অভিনয় করার। তারপর শুটিং করলাম। খুব চেষ্টা করেছি তার মতো অভিনেত্রীর সঙ্গে মানানসই অভিনয় করতে। পূর্ণিমার সাথে কাজের অভিজ্ঞতার কথা যদি এক কথায় বলতে হয় তাহলে বলবো দুর্দান্ত। আমার বিশ্বাস নাটকটি সবার ভালো লেগেছে।’
এদিকে চলছে বিশ্বকাপ ফুটবল মৌসুম। ইরফান ফুটবল খেলা দেখতে ভালোবাসেন। ফুটবলে পছন্দের দলের নাম জানতে চাইলে তিনি বলেন,‘আর্জেটিনার ভক্ত আমি। আজ (বৃহস্পতিবার) আর্জেন্টিনার খেলা। সেটা নিয়ে বেশ চিন্তায় আছি। গত ম্যাচের ড্র করার পর ভক্ত হিসেবে চিন্তায় পড়ে যাওয়াটা স্বাভাবিক।’
সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের ভবিষ্যৎবাণী জানতে চাইলে হতাশার সুরে বলেন, ‘প্রথমে ভেবেছিলাম ব্রাজিল হবে। কিন্তু ব্রাজিলের শেষ খেলা দেখে মনে হয় নাই যে তারা পারবে! এই লেভেলের খেলা খেলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না। ব্রাজিল যে মানের দল সেই মান অনুযায়ী খেললে চ্যাম্পিয়ন হবে। কে চ্যাম্পিয়ন হবে বলা যাচ্ছে না। স্পেনও খুব একটা ভালো খেলেনি। পর্তুগালও ভালো খেলেনি। আমার মনে হচ্ছে রাশিয়া জিতবে। ছোটদলগুলোও ভালো খেলতেছে। তাদের মধ্যে থেকে কেউ চ্যাম্পিয়ন হলে অবাক হবো না।’
সারাবাংলা/আরএসও/টিএস