Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনস সুমনের ‘যদি ভাবো তুমি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৫

জেনস সুমন

বিরতি ভাঙার পর নিয়মিত নতুন গান প্রকাশ করে যাচ্ছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী জেনস সুমন। সেই ধারাবাহিকতায় এবার শ্রোতাদের কাছে তুলে ধরলেন নতুন একক গান। শিরোনাম ‘যদি ভাবো তুমি’।

গানের কথা লিখেছেন নমন বিবাগী। সুর ও সংগীতায়োজন করেছেন অমিত কর। মিউজিক ভিডিও নির্মাণ ও সম্পাদনা করেছেন হাসান মেহেদী। এতে মডেল হিসেবে অংশ নিয়েছেন শিল্পী নিজেই। সম্প্রতি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠছন জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

নতুন গান প্রসঙ্গে জেনস সুমন বলেন, ‘শ্রোতাদের প্রত্যাশা পূরণে নিজস্বতা ধরে রেখে গানটি গাওয়া। অমিত কর অনেক যত্ন নিয়ে এর সুর ও সংগীতায়োজন করেছেন। গানের কথা মনে ছাপ ফেলার মতো। সব মিলিয়ে ‘যদি ভাবো তুমি’ গানটি অনেকের ভালো লাগবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেডএস