Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরপাড়ে বসে দেখা যবে ‘বলী: দ্য রেসলার’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৪২

বলি: দ্য রেসলার ছবির একটি দৃশ্য

এশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসানের সেরা পুরস্কারজয়ী সিনেমা ‘বলী: দ্য রেসলার’ এবার প্রদর্শিত হচ্ছে কক্সবাজারের বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালে। ২৯-৩১ জানুয়ারি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পেঁচার দ্বীপ সৈকতের মারমেইড বিচ রিসোর্টে আয়োজিত হবে এই ফেস্টিভ্যাল।

ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী: দ্য রেসলার’ দক্ষিণ কোরিয়ার বুসান ছাড়া প্রদর্শিত হয়েছে সাংহাই, টরন্টো, লস অ্যাঞ্জেলেস ও বার্সেলোনা শহরে। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত এই সিনেমা জায়গা করে নিয়েছে এশিয়ান ফিল্ম আর্কাইভে। এবারের ৯৭তম অস্কারে সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত হয় সিনেমাটি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, এ কে এম ইতমাম, প্রিয়াম, অ্যানজেল নুর, তাহাদিল আহমেদ, তানভীর আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের আয়োজক মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সিনেমার ইতিহাসে বড় অর্জন বয়ে এনেছে “বলী: দ্য রেসলার”। চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য আর সাগরপাড়ের লোকগাঁথা মিলিয়ে সিনেমাটি আমাদের ফেস্টিভ্যালের থিমকে ধারণ করে। সাগরপাড়ে ধারণ করা এই সিনেমা সাগরপাড়ে বসে দেখার অভিজ্ঞতা হবে অসাধারণ।’

সারাবাংলা/এজেডএস

বলী: দ্য রেসলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর