Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়িকা রুবিনাকে অপহরণের চেষ্টা!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৮:৪৪

নিঝুম রুবিনা

এ প্রজন্মের নায়িকা নিঝুম রুবিনা। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ‘লিপিস্টিক’ সিনেমায় তাকে দেখা গেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) নিঝুম ভয়ংকার এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেছেন বলে দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন।

সবাইকে সতর্ক করে ঘটনার বর্ণনা দিয়ে উবার চালকের ছবি শেয়ার করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে নিঝুম রুবিনা বলেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হবে। কারণ আমি ড্রাইভিং পারি না। যে কারণে উবার কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাবো। উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা তারপরও সে গুলশান রোডে ঢুকেছে।

বিজ্ঞাপন

তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি আমাকে এখানেই নামিয়ে দেন। তখন সে আমাকে বলল চুপ থাক কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারো সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।’

নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা লেখেন, ‘আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরপত্তা পাবো না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত।’

অপহরণ চেষ্টার ঘটনা নিয়ে নিঝুম রুবিনার দেওয়া ফেসবুক স্ট্যাটাস

 

বিজ্ঞাপন

নিঝুম বলেন, ‘ঘটনার পরই আমার স্বামী ঢাকায় ফিরেছেন। বিকেলে হাতিরঝিল থানায় মামলা করব। এরপর এ নিয়ে সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলন করব।’

নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে যাত্রা করেন নিঝুম রুবিনা। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমাগুলোতে। বর্তমানে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম। একটি আজিম খান পরিচালিত ‘দুই মা’, অন্যটি আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’।

সারাবাংলা/এজেডএস

অপহরণ চেষ্টা নিঝুম রুবিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর