Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লিভিং রুম সেশান’র দ্বিতীয় সিজন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:১২

শুরু হতে যাচ্ছে পাভেল আরিনের মিউজিক প্লাটফর্ম ‘লিভিং রুম সেশান’-এর দ্বিতীয় সিজন। এবার দেশের পরিমণ্ডল ছাড়িয়ে আন্তর্জাতিক রূপ পেতে যাচ্ছে সংগীতের এ প্লাটফর্ম। চার দেশের শিল্পীর গানে ১৫ দেশের মিউজিশিয়ানদের সাথে নিয়ে বড় কলেবরে গান নিয়ে হাজির হতে যাচ্ছেন সংগীত পরিচালক ও চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরিন।

লিভিং রুম সেশানের নতুন যাত্রায় এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পাভেল বলেন, “দেশের সীমানা পেরিয়ে লিভিং রুম সেশান গানের একটি আন্তর্জাতিক প্লাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলো। এ যাত্রায় ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্টকে সাথে পেয়ে আমি আনন্দিত। কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি।”

পাভেল আরিন জানান, নির্ধারিত বিরতির পর লিভিং রুম সেশানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত শনিবার লন্ডনের বিশ্বখ্যাত রেস্তোঁরা দ্য আইভি টাওয়ার ব্রিজে প্রতিষ্ঠানটির সাথে একটি চুক্তিসাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে।

এ সময় উপস্থিত ছিলেন পাভেল আরীন, সংগীত শিল্পী ও ড্রামার ইমতিয়াজ আলী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: রাহাত আমিন, নির্বাহী পরিচালক শাহ ফরহাদসহ অনেকেই। পরবর্তী তিন সিজনের জন্য লিভিং রুম সেশানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।

আনুষ্ঠানিক যাত্রা ‍শুরু হলেও দ্বিতীয় সিজনের প্রস্তুতি আগেই নিয়ে রেখেছেন পাভেল। জানালেন, ইতিমধ্যেই চার দেশের শিল্পীদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয়েছে, আলাপ-আলোচনাও চূড়ান্ত হয়েছে। পাভেল জানান, আন্তর্জাতিক এ ভ্রমণে লিভিং রুম সেশানে হাজির হবে পশ্চিমা বিশ্বের ও এশিয়ার বিভিন্ন দেশের শিল্পী ও মিউজিশিয়ানরা। চমক হিসেবে থাকবেন কিছু বিশ্বজুড়ে জনপ্রিয় মেগাস্টারও। তবে, তা এখন চমক হিসেবেই রাখতে চান পাভেল।

বিজ্ঞাপন

পাভেল বলেন “রেকর্ডিং শুরুর পর আমরা শিল্পীর তালিকা প্রকাশ করব। এবার স্বপ্নটা সত্যিই বড় করে দেখেছি। আশা করি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারব। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আমাকে সেভাবেই আশ্বস্তও করেছেন।”

পৃ্ষ্ঠপোষক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান মো: রাহাত আমিন একজন স্বনামধন্য প্রবাসী ব্যবসায়ী। ইওরোপ, দুবাই ও বাংলাদেশে তার ব্যবসার বিস্তার ঘটিয়েছেন খুব অল্প সময়েই। তার প্রধান কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে। ২০০৯ সাল থেকে যুক্তরাজ্যে ইভেন্ট অরগানাইজার হিসেবে কাজ করছেন।

তিনি বলেন, “আমি সবসময় আড়ালে থেকে কাজ করতে পছন্দ করি। কাজের মধ্য দিয়ে মানুষের কাছে যেতে, মানুষকে জানতে পছন্দ করি। আমার কাছে মনে হয়, মানুষের হৃদয়কে স্পর্শ করতে সংগীতই সবচেয়ে সেরা মাধ্যম। পাভেল আরিনের সাথে আমাদের যে প্রজেক্টটা শুরু হয়েছে তা সফল হতে যাচ্ছে বলেই আমি বিশ্বাস করি। আমরা সবাই মিলে দারুণ একটা জার্নি শুরু করতে যাচ্ছি। সকলের শুভেচ্ছা ও প্রার্থনা কামনা করছি।”

লিভিং রুম সেশানের প্রথম সিজনে দেশের কিংবদন্তি শিল্পীদের নয়টি গান নিয়ে হাজির হয়েছিলেন পাভেল। নতুন যাত্রায় এবার ১২টি গান দিয়ে সাজানো হয়েছে দ্বিতীয় সিজন। যথাযথ প্রস্তুতি শেষে এ সিজনের প্রথম গানটি আসছে ঈদ উল আযহা’র উৎসবে প্রকাশ করবেন বলে জানিয়েছেন পাভেল।

লিভিং রুম সেশানে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, শচীন দেব বর্মণ, দূরবীন শাহ, হাসান মতিউর রহমান, আবুল সরকার, গীতকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের গান প্রকাশিত হয়। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্লাটফর্মে প্রকাশিত গানগুলোতে দেখা গেছে মুজিব পরদেশী, কনা, ইমরান, ঐশী, কাজল দেওয়ান, জাহিদ নীরব, ইন্নিমা ও মাশা ইসলামকে।

সারাবাংলা/এজেডএস

দ্বিতীয় সিজন লিভিং রুম সেশন

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর