Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইফকে চুরিকাঘাত: ক্ষুব্ধ কারিশমা তান্না

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:২০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:২৫

সাইফ আলী খান ও কারিশমা তান্না

আতঙ্কে বলিউড। বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই হামলার শিকার সাইফ আলি খান। পর পর ছুরিকাঘাতে জখম হন অভিনেতা। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচারের পরে এখন বিপন্মুক্ত সাইফ। ঘটনা নিয়ে ত্রস্ত সাইফের প্রতিবেশীরাও। বান্দ্রায় সেই একই এলাকায় থাকেন মুম্বাইয়ের আর এক অভিনেত্রী কারিশমা তান্না। তিনিও এই ঘটনার পরে উদ্বিগ্ন। সংবাদমাধ্যমকে কারিশমা জানান, গত কয়েক দিন ধরেই এই এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করার আর্জি জানাচ্ছিলেন তিনি। সাইফের ঘটনার পরে আতঙ্কে রয়েছেন বলেও জানান ‘সঞ্জু’ ছবির অভিনেত্রী।

বিজ্ঞাপন

একই রাস্তার উপরে সাইফ-করিনা ও কারিশমার বহুতল। তাই প্রতিবেশী হিসাবে বেশ ভয় পেয়ে রয়েছেন তিনি। অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেছেন, “বাড়ির বাইরের অবস্থা সাংঘাতিক। এখন রাস্তা জুড়ে পুলিশ ও সংবাদমাধ্যমের কর্মীরা দাঁড়িয়ে। বান্দ্রার এই ঘটনা এখানকার বাসিন্দাদের চোখ খুলে দিল। আমি গত এক বছর ধরে আবাসনের সকলকে বলছিলাম নিরাপত্তা জোরদার করার জন্য।”

কারিশমা যোগ করেন, “আবাসনের নিরাপত্তারক্ষীদের আরও ভালভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত। এই ধরনের ঘটনায় তাদের উপর ভরসা করা যায় না। কোনও চোর বা ডাকাত যদি বাড়িতে ঢুকে পড়ে এবং তাকে নিরাপত্তারক্ষীরা আটকাতে না পারেন, তা হলে কী করে চলবে! পরিবারের সাধারণ মানুষ এই সব পরিস্থিতি কীভাবে সামাল দেবে? খুবই ভয়ের পরিস্থিতি।”

কারিশমা আশা করছেন, সাইফের ঘটনা থেকে এলাকার মানুষ শিক্ষা নেবেন। তার কথায়, “তাদের পরিবারের সঙ্গে যা হল মোটেই ঠিক নয়। তবে মানুষের শিক্ষা হল একটা। আশা করছি আমাদের বহুতলেও নিরাপত্তা আরও জোরদার করা হবে।”

সারাবাংলা/এজেডএস

কারিশমা তান্না সাইফ আলী খান

বিজ্ঞাপন

জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৪

আরো

সম্পর্কিত খবর