Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫ ১১:১৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৩:২৬

বলিউড অভিনেতা সাইফ আলী খান।

নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বুধবার দিবাগত দিবাগত রাত ২টার দিকে মুম্বইয়ের বান্দ্রায় তার নিজ বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ঘটনার সময় কারিনাসহ তাদের দুই সন্তানও বাড়িতে ছিল। তারা নিরাপদে আছেন। ডাকাতির উদ্দেশেই এই হানা বলে প্রাথমিক ধারণা ভারতীয় পুলিশের।

বিজ্ঞাপন

ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির সময় সাইফআকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান, সাইফের শরীরে ছয়টি ছুরিকাঘাত রয়েছে। যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। তবে আপাতত বিপদমুক্ত সাইফ আলী খান।

বান্দ্রা ডিভিশনের ডিসিপির বলেন, সইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে। পুলিশ দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছে।

সারাবাংলা/ইআ

ছুরিকাঘাত বলিউড সাইফ আলী খান হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর