Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ময়না’র পোস্টারে গ্ল্যামারস রাজ রিপা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৮:১৫

‘ময়না’র পোস্টারে আমান রেজা ও রাজ রিপা

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘ময়না’ মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে ছবির অফিশিয়াল ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। অর্নীল হাসান রাব্বির তত্ত্বাবধানে এই পোস্টারে নবাগতা রাজ রিপাকে দেখা যাচ্ছে বেশ গ্ল্যামারাস এবং আবেদনময়ী অবতারে।

রাজ রিপা বলেন, বেশ আগেই ‘ময়না’ শুটিং সম্পন্ন হলেও নানা পরিস্থিতির কারণে রিলিজ ডেট পিছিয়ে যায়। আগামী ভালোবাসা দিবসে ‘ময়না’ মুক্তি পেতে যাচ্ছে। এ ছবির মাধ্যমে আমার নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে। আসলে আমি শুরু থেকে সিনেমায় অভিনয় করতে চেয়েছি। এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। এখনও করে যাচ্ছি। যে স্বপ্ন নিয়ে ২০১৮ সালে চলচ্চিত্রে এসেছিলেন সেই পথে এগিয়ে যাচ্ছি।

বিজ্ঞাপন

পোস্টারে রিপার সাথে আছেন অভিনেতা আমান রেজা। ছবিটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। বিশেষ চরিত্রে শিশির সরদার, এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর প্রমুখ। রিপা জানান, তিনি এতে ময়না চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

শহিদ বুদ্ধিজীবী দিবস আজ
১৪ ডিসেম্বর ২০২৫ ০০:০৭

আরো