Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাসের শেষ সপ্তাহে ‘রিকশা গার্ল’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৭:৪৭

‘রিকশা গার্ল’-এর একটি দৃশ্যে নভেরা রহমান

‘আয়নাবাজি’র পর অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় নির্মাণ ‘রিকশা গার্ল’। ছবিটি গেল বছর তিনেক ধরে মুক্তি পাচ্ছে পাচ্ছে করেও পাচ্ছিলো না। অবশেষে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত ও পুরস্কৃত ছবিটি ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা।

বিজ্ঞাপন

রোববার ( ১২ জানুয়ারি) ‘রিকশা গার্ল’ সিনেমার নতুন ট্রেইলার প্রকাশিত হয়েছে। সেইসাথে ঘোষণা করা হয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। ২৪ জানুয়ারি থেকে দেশের সিনেমা হলগুলোতে দর্শকরা উপভোগ করতে পারবেন ‘রিকশা গার্ল’।

শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে ‘রিকশা গার্ল’ সিনেমার গল্প আবর্তিত। সে ছবি আঁকতে পছন্দ করে। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হন। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাঈমা কোনও উপায় না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায়, নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে!

‘রিকশা গার্ল’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়াও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাঈমার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে।

সারাবাংলা/এজেডএস

অমিতাভ রেজা চৌধুরী নভেরা রহমান রিকশা গার্ল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর