Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ারে নারীর মৃত্যু: আদালতের ছাড়পত্র আল্লু অর্জুনের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৭:২৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৭:৩১

‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে গত ৪ ডিসেম্বর হায়দাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এ কারণে আইনি জটিলতায় পড়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। গত ডিসেম্বর মাসে তাকে এ মামলায় জেলেও যেতে হয়েছে। সম্প্রতি জামিন দেওয়ার পাশাপাশি অভিনেতাকে যেখানে ইচ্ছে সেখানে ছাড়পত্র দিয়েছে নামপল্লী আদালত।

এবার আরও বড় স্বস্তি পেলেন আল্লু। প্রতি রোববার তাকে চিকারপল্লী থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তার ভিত্তিতেই আল্লুর আইনজীবী সুপারস্টারের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতি রোববার হাজিরার নির্দেশ মওকুফের জন্য পাল্টা আবেদন জানান। এরই পরিপ্রেক্ষিতে নামাপল্লী আদালতের পক্ষ থেকে জানানো হলো, এবার থেকে প্রতি রোববার আর থানায় হাজিরা দিতে হবে না।

বিজ্ঞাপন

গতকাল নামাপল্লী আদালতের পক্ষ থেকে আল্লু অর্জুন এই ছাড়পত্র পেয়েছেন। জানা গেছে, ২০২৫ সালের এপ্রিল মাস থেকেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন আল্লু অর্জুন। সেই নতুন সিনেমার জন্যই সম্ভবত সম্প্রতি তিনি লুক পরিবর্তন করেছেন।

সিনেমার শুটিংয়ের জন্য বিদেশে যাওয়ার ছাড়পত্র মিলেছে অভিনেতার। এর আগে আল্লু অর্জুন যে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন এর মেয়াদ ১০ জানুয়ারি শেষ হয়েছে। এর আগেই গত শুক্রবার হায়দরাবাদের আদালতে সন্ধ্যা থিয়েটারের দুর্ঘটনা সংক্রান্ত এই মামলার শুনানি ছিল। সেখানে বিচারক অভিনেতার আইনজীবী ও পুলিশের বক্তব্য শোনেন। এরপরই আল্লুকে রেগুলার জামিন দেওয়া হয়।

অভিনেতার আইনজীবী বলেন, ‘পঞ্চাশ হাজার রুপির দুটি বন্ডের বিনিময়ে এই জামিন। এর পাশাপাশি প্রত্যেক রোববার আল্লুকে থানায় দিয়ে তদন্তকারী অফিসারকে রিপোর্ট করতে হবে।’ সেই নির্দেশ মতেই গত বোববার থানায় হাজিরা দেন আল্লু। তবে এবার থেকে আর ছুটির দিনে থানা-পুলিশ করতে হবে না দক্ষিণী তারকাকে।

বিজ্ঞাপন

একটি সূত্রে জানা গেছে, এবার সঞ্জয় লীলা বানশালির সিনেমায় দেখা যাবে আল্লু অর্জুনকে। এ বিষয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে। বৃহস্পতিবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় আল্লুকে। তবে তার মুম্বাইয়ে আগমনের কারণ তখনো জানা যায়নি! পরে বিকেলে বানশালির অফিস থেকে বের হতে দেখেই বিষয়টি অনুমান করা গেছে। খ্যাতিমান এ নির্মাতার সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী সুপার স্টারকে।

সারাবাংলা/এজেডএস

আদালতের ছাড়পত্র আল্লু অর্জুন ভক্তের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর