Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০০ পর্বে ধারাবাহিক ‘দেনা পাওনা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১২:০০ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১২:১১

পাঁচ কোটি টাকার দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান সব হারাতে হবে পারমিতাকে। হাতের পাঁচে চ্যাম্পিয়ন হয়ে এক কোটি টাকা যোগাড় হয়েছে। সেই এক কোটি টাকা দিয়ে নিজের ব্যবসা দাঁড় করিয়ে রাতারাতি পাঁচ কোটি টাকা আয়ের যে স্বপ্ন দেখেছিল পারমিতা ধীরে ধীরে তা মরীচিকা হয়ে যাচ্ছে। সেই সময়েই বন্ধু সৌরভ নিয়ে আসে দারুণ খবর। এক বিদেশী ব্যবসায়ী রিয়েলিটি শো হাতের পাঁচের চ্যাম্পিয়ন ডিজাইনার পারমিতাকে খুঁজছে একটা বড় প্রোজেক্টের জন্য। এক কোটি টাকাকে পাঁচ কোটি টাকা বানানোর এটাই হয়তো শেষ সুযোগ পারমিতার।

বিজ্ঞাপন

পারমিতা কি আন্তর্জাতিক পর্যায়ের এত বড় একটা প্রোজেক্টে কাজ করার সুযোগ পাবে? সেই প্রোজেক্টে কাজ করে পাঁচ কোটি টাকার দেনা শোধ করা কি সম্ভব হবে? নাকি মাথায় দেনার বোঝা নিয়ে সব পাওনা না বুঝেই স্বপ্ন দেখার অধিকার হারাতে হবে পারমিতাকে?

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’-র ২০০ পর্বে তাই দেখা যাবে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভির পর্দায় পর্বটি প্রচার হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ থেকে অনুপ্রাণিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন আফিফা মোহসিনা অরণি, সংলাপ লিখেছেন কলিন রড্রিক। পরিচালনা করেছেন আশিস রায়।

নাটকটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভীর সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, মনির আহম্মেদ শাকিল, শিবলী নওমান, তিশা চৌধুরী, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া এবং আরো অনেকে।

ধারাবাহিকটির লাইন প্রোডিউসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম জাহিদ। প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে নাটকটি। এছাড়া দীপ্ত প্লেও ইউটিউবেও দেখা যাচ্ছে রাত ১০টায়।

সারাবাংলা/এজেডএস

২০০ পর্ব দীপ্ত টিভি দেনা পাওনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর