Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়েলি এবার রিয়েলিই খুশি

আহমেদ জামান শিমুল
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ০২:১৪

চিত্রনায়িকা রিয়েলি

অপেক্ষার প্রহর যখন দীর্ঘ হয়, তখন মানুষের মধ্যে হতাশা কাজ করে। তবে বাংলা চলচ্চিত্রের নতুন নায়িকা রিয়েলির মধ্যে কখনও তা কাজ করেনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ‘সর্বসাধারণের জন্য সিনেমা হলে প্রদর্শনের উপযুক্ত নয়’ বলে জানায় সেন্সর বোর্ড। মাঝে মধ্যে মন খারাপ করলেও বিশ্বাস ছিল তার প্রথম ছবি ‘মেকাপ’ সিনেমা হলে মুক্তি পাবে।

সার্টিফিকেশন বোর্ড গেল বছরের ১৭ ডিসেম্বর অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’-কে ‘ইউ’ ক্যাটাগরিতে সার্টিফিকেট দিয়েছে। তাই প্রায় চার বছরের অপেক্ষার প্রহর শেষ হয়েছে রিয়েলির। শুক্রবার (১০ জানুয়ারি) থেকে দেশের ২৩ সিনেমা হলে ছবিটি চলছে।

প্রথম ছবি ‘মেকাপ’র পোস্টার লাগানোর পর উচ্ছ্বসিত রিয়েলি

ছবি মুক্তির আগের রাতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছেন। জানালেন, নিউমার্কেট ও তার আশপাশের এলাকায় নিজের ছবির পোস্টার লাগিয়েছেন। বেশ উচ্ছস্বিত কণ্ঠে বলেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। এরজন্য ছবির প্রযোজক ও পরিচালক দুজনের কাছে আমি কৃতজ্ঞ। তাদের কারণে আজ নিজেকে বড় পর্দায় দেখায় সুযোগ পাচ্ছি।’

২০১৯ এ বাংলাদেশ, ভারত ও নেপালের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন রিয়েলি। প্রথম ছবিতে তারিক আনাম খান ও রোশানের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ বললেন। জানালেন, তারিক আনাম খান তার অভিনয়ের বেশ প্রশংসা করেছিলেন। তারিক আনাম যখন জানলেন এটি তার প্রথম ছবি তখন নাকি বলেছিলেন, ‘তোমার অভিনয় দেখে একদমই বোঝা যায় না তুমি নতুন।’

‘মেকাপ’ ছবির একটি দৃশ্যে রিয়েলি ও রোশান

সেলিব্রিটি প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত ‘মেকআপ’-এ রিয়েলি অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে। যেখানে দেখা যাবে একজন সাধারণ মেয়ের সুপারস্টার নায়িকা হওয়ার পথের জার্নিটা। রিয়েলি বলেন, ‘কেউ যখন সুপারস্টার হয়ে যায় তখন তার পিছনের গল্পটা আমরা জানতে চাই না। অথচ এর পিছনে থাকে অনেক সংগ্রাম, ত্যাগের গল্প। যা আমাদের ছবিতে বলার চেষ্টা করেছেন পরিচালক।’

বিজ্ঞাপন

এর আগে ছবিটি বেশ কিছু জায়গায় প্রদর্শনী হয়েছিল। সেখানে সবাই তার প্রশংসা করেছিলেন। এ প্রশংসা ভালো লাগলেও মনের মধ্যে কিছুটা খেদ ছিল—নিজেকে বড় পর্দায় দেখতে না পারার।

রিয়েলির ভাষ্যে, ‘সিনেমা হলে মানুষ উৎসবমুখর পরিবেশে ছবি দেখে। অনেক সময় একটা ছবি দেখার জন্য সকাল থেকে বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকা, কাছের মানুষদেরকে নিয়ে নানাভাবে প্রস্তুতি নেয়। ছবি চলাকালীন সময়ে বিভিন্ন দৃশ্যে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়। তা অন্যরকম ভালো লাগা, মন্দ লাগা তৈরি করে। তাই আজ আমি খুব খুশি।’

সারাবাংলা/এজেডএস

মেকআপ মেকাপ রিয়েলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর