Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিচালক সমিতির ভোটগ্রহণ আবারও স্থগিত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ০০:১১

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে ভোটগ্রহণ দ্বিতীয়বারের মত স্থগিত করা হয়ছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোট গ্রহণ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে স্থগিতের ঘোষণা এলো।

সারাবাংলাকে ভোটগ্রহণ স্থগিতের খবরটি নিশ্চিত করে নির্বাচন কমিশনার এজে রানা বলেন, ‘আমাদের ভেন্যু দীপ্ত টেলিভিশন ভবনে। আজকে (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে তারা জানায় তারা আমাদেরকে ভোটগ্রহণ করতে দিতে পারবে না। তাদের সে সক্ষমতা নেই।’

বিজ্ঞাপন

সমিতির ২০২৫-২৬ মেয়াদের ভোটগ্রহণের প্রথম তারিখ ঠিক করা হয়েছিল ২৮ ডিসেম্বর। সেটিও নির্বাচনের দুদিন আগে স্থগিত করে নির্বাচন কমিশন।
সচিবালয়ে গেল ২৫ ডিসেম্বর আগুন লেগে পাঁচটি মন্ত্রণালয় পুড়ে যায়। এফডিসিও সচিবালয়ের মতো কেপিআইভুক্ত এলাকা। ফলে ‘নিরাপত্তা ইস্যুতে’ পরিচালক সমিতি নির্বাচনে ভোটগ্রহণের অনুমতি পায়নি বলে তখন জানা গিয়েছিল। ঠিক একই কারণে ১০ জানুয়ারিও এফডিসিতে ভোটগ্রহণের অনুমতি পায়নি চলচ্চিত্র পরিচালক সমিতি। সারাবাংলাকে এমনটাই জানিয়েছেন এজে রানা।

তিনি বলেন, আমরা খুব শিগগিরই ভেন্যুসহ অন্য সবপক্ষের অনুমতি নিশ্চিত করে ভোটগ্রহণের পরবর্তী তারিখ ঘোষণা করবো।

এবারের নির্বাচনে ভোট ভোটার ৩৯৬ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার এ জে রানা ও বি এইচ নিশান।

দুটি পৃথক প্যানেলের মধ্যে নির্বাাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদপ্রার্থী ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন- আবুল খায়ের বুলবুল (সহসভাপতি), সালাউদ্দিন (উপমহাসচিব), তরিকুল ইসলাম ভুইয়া সাইমন তারিক (কোষাধক্ষ), আব্দুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), এসডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

বিজ্ঞাপন

এছাড়া এই প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন যথাক্রমে- শাহ আলম কিরণ, ইফতেখার জাহান, মোস্তাফিজুর রহমান বাবু, বজলুর রাশেদ চৌধুরী, বদিউল আলম খোকন (সাবেক দুই বারের মহাসচিব), গাজী মাহাবুব, আনোয়ার সিরাজী, দেওয়ান নাজমুল, জয়নাল আবেদীন এবং আতিকুর রহমান লাভলু।

অপরদিকে চলতি দায়িয়েত্ব থাকা টানা দুইবারের মহাসচিব শাহীন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহীন কবির টুটলকে সঙ্গে নিয়ে। এই প্যানেল থেকে সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপমহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

এই প্যানেলে কার্যকরী সদস্যপদে প্রার্থী হয়েছেন- প্রবীন পরিচালক সাঈদুর রহমান সাঈদ, বিখ্যাত কাহিনীকার ছটুক আহমেদ, জাকির হোসেন রাজু, শাহাদৎ হোসেন লিটন, পল্লী মালেক, মো. জয়নুল আবেদীন, হাবিবুল ইসলাম হাবিব, এখলাস আবেদিন এবং ডা. বুলবুল বিশ্বাস।

এছাড়া আব্দুল আওয়াল পিন্টু স্বতন্ত্রভাবে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাবাংলা/এজেডএস

নির্বাচন ২০২৫-২৬ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ভোটগ্রহণ স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর