Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেক্ষাগৃহে আসছে ‘কিশোর গ্যাং’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ২০:৩৭

সারাদেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। এমন বাস্তবধর্মী গল্প নিয়ে পরিচালক আব্দুল মান্নান নির্মাণ করেছেন সিনেমা ‘কিশোর গ্যাং’। সিনেমাটিতে অভিনয় করেছে একদল নতুন মুখ। তারা হলেন নীলিমা ইসলাম মুন, আয়ান সজিব, ইশতিয়াক আহমেদ সাদ।

বেশ কয়েক বার সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা এলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি। অবশেষে আসছে ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘কিশোর গ্যাং’ সিনেমাটি।

পরিচালক আব্দুল মান্নান বলেন, ‘বর্তমান সময়ে আমাদের সমাজে ঘটে যাওয়া বাস্তব গল্প এই সিনেমায় তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমায় নতুন মুখ অভিনয় করলেও এর গল্পই সিনেমার প্রাণ। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’

বিজ্ঞাপন

নবাগত নায়িকা নীলিমা বলেন, ‘প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। গুণী নির্মাতার সিনেমাটিতে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করছি, দর্শক আমাদের সিনেমাটি হলে গিয়ে দেখবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে অভিনয় করেছি।’

‘কিশোর গ্যাং’ সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিবা সানু, দুলারি, রেবেকা রউফ, জ্যাকি আলমগীর প্রমুখ। সিনেমার নৃত্য পরিচালনা করেছেন প্রিন্স খান।

সারাবাংলা/এজেডএস