বাহুবলীকে টপকে ইতিহাস গড়ল ‘পুষ্পা ২’
৭ জানুয়ারি ২০২৫ ১৪:৩৩
একের পর ইতিহাস ভাঙার ইতিহাস রচনা করে যাচ্ছে দক্ষিণী ছবি ‘পুষ্পা ২’। অগ্রিম বুকিংয়ের রেকর্ড, সর্বোচ্চ দামে টিকিট বিক্রির রেকর্ড, প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে আগেই। এবার বাহুবলী ২ ছবিটির রেকর্ড ভেঙে ভারতীয় সিনেমায় সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল ‘পুষ্পা ২’। ৩২ দিনে বিশ্বজুড়ে বক্স অফিসে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ আয় করেছে ভারতীয় মুদ্রায় ১৮৩১ কোটি টাকা। যা ভারতীয় সিনেমায় সর্বোচ্চ আয়। আর এটার হাত ধরেই আল্লু, রাশ্মিকা এবং ফাহাদের ছবি টপকে গেল এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’-কে। উল্লেখ্য, গত ৮ বছর ধরে এই জায়গা ধরে রেখেছিল প্রভাস, রানা দাগ্গুবাটি, অনুষ্কা শেট্টি অভিনীত ‘বাহুবলী ২’। সে ছবির আয়ের পরিমাণ ছিল ভারতীয় মুদ্রায় ১৪৩৮ কোটি টাকা। এতদিন পর্যন্ত এই ছবিটি ভারতের সর্বোচ্চ আয় করা ছবি ছিল।
পুষ্পা টিমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, “এই ছবিটি বিশ্বজুড়ে বক্স অফিসে ১৮৩১ কোটি টাকা আয় করেছে ৩২ দিনে। ‘পুষ্পা ২ দ্য রুল’ এখন ভারতীয় সিনেমার ইন্ডাস্ট্রি হিট। ভারতীয় কোনও ছবির মধ্যে সর্বোচ্চ আয় এখন এই ছবিটির। ৩২ দিনেই বিশ্বজুড়ে এই ছবি ১৮৩১ কোটি টাকা আয় করে ফেলেছে।”
‘পুষ্পা ২’ মুক্তির পরই অচিরেই ছবিটি দুই হাজার কোটির ক্লাবে নাম লেখাবে—এ ভবিষ্যদ্বাণীও করছেন অনেকে। এবার সেটা সত্যি হতে চলেছে। প্রসঙ্গত, আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবিটি ভারতে মাত্র ৫৩৫ কোটি টাকা আয় করলেও, বিশ্বজুড়ে সেই ছবি ২০০০ কোটি টাকার ব্যবসা করেছিল। এখন এটাই দেখার পালা যে ‘পুষ্পা ২’ সেই রেকর্ড ভাঙতে পারে কিনা।
সারাবাংলা/এএসজি