Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন প্রবীর মিত্র

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১০:২৮

অভিনেতা প্রবীর মিত্র

শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে সিফাত ইসলাম।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ জানুয়ারি) তিনি মারা যান। গেল ১৩ দিন ধরে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

প্রথমে তাকে হাসপাতালটির এইচডিওতে ভর্তি করা হয়েছিলো গেল ২২ ডিসেম্বর। এরপর ২ জানুয়ারি তাকে আইসিইউতে নেওয়া হয়।

প্রবীর মিত্রের পুত্রবধূ সো‌নিয়া ইসলাম জানিয়েছেন, রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে। আগামীকাল জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা হবে। এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

১৯৪৩ সালের ১৮ আগস্ট চাঁদপুরে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা।

‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

প্রবীর মিত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর