Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভক্তদের জন্য নতুন আরেকটি খবর তাহসানের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৮:২৫

সাত বছর সিঙ্গেল জীবন কাটানোর পর যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তাহসান। জনপ্রিয় এ সংগীতশিল্পী-অভিনেতার ভক্তদের জন্য বিয়ের খবরের মধ্যে নতুন আরেকটি খবর সামনে আনলেন।

অনেকদিন ধরেই অভিনয়ে নেই তাহসান। তবে নতুন নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় আরও একটি নতুন গান নিয়ে আসছেন তিনি। শুধু তাই নয়, গানটির প্রকাশনা অনুষ্ঠানে এটি তৈরির গল্প শোনাবেন তাহসান খান।

বিজ্ঞাপন

জানা গেছে, তাহসানের নতুন গানের শিরোনাম ‘একা ঘর আমার’/ (Lonely Home)। স্যাড রোমান্টিক গানটির কথা ও সুরও এই গায়কের নিজের। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা।

‘একা ঘর আমার’ গানের একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে অভিনয় করেছেন শিল্পীদ্বয় নিজেরাই। অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায় নির্মিত গানটি সোমবার (৬ জানুয়ারি) অনুপম মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

এদিকে, সবশেষ গেল বছরের নভেম্বরে প্রকাশিত হয়েছে তাহসানের ‘ভুলে যাব’ শিরোনামে একটি গান। যেটির দৃশ্যধারণ করা হয়েছে হলিউডে। এছাড়া প্রতি মাসে একটি গান প্রকাশ করার ইচ্ছে রয়েছে তাহসানের। গানগুলো বাংলা ও ইংরেজিতে রেকর্ড করা হবে। বড় বাজেটের এই গানগুলোর মিউজিক ভিডিওর শুটিং হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড’র স্বত্ব কিনেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। সেই শো দিয়ে দীর্ঘ ৮ বছর পর কোনো অনুষ্ঠানে ফিরছেন তাহসান। এই আয়োজনের সঞ্চালনার দায়িত্ব হাতে তুলে নিয়েছেন এই সংগীতশিল্পী-অভিনেতা। এর শুটিং শুরু হয়েছে গেল বছরের ডিসেম্বরের শুরুতে। এ নিয়েও ব্যস্ততা রয়েছে রয়েছে তাহসানের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

তাহসান সিঁধি সাহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর