Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ তাকেই সবাই শেষ বিদায় দিলো

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ১৪:৪৪

চলচ্চিত্রের কোনো মানুষ মারা গেলে রীতি অনুযায়ী প্রশাসনিক ভবনের সামনের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ আনা হত। সেখানে সব সময় উপস্থিত থাকতেন সবার প্রিয় সহকর্মী, প্রিয় চিত্রনায়িকা অঞ্জনা। মানুষটিকে নিয়ে স্মৃতিচারণ করতেন। সবসময় বলতেন, ‘একদিন তো আমাকেও চলে যেতে হবে, মানুষগুলোর সঙ্গ এত বছর কাজ করলাম, তাকে শেষ দেখার তো আর সুযোগ পাবো না। তাই ছুটে আসা।’ সে মানুষটিকেই আজ শেষ বিদায় জানালো সহকর্মীরা।

বিজ্ঞাপন

শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে ‘দস্যু বনহুর’ নায়িকা না ফেরার দেশে চলে যান। রাতেই জানালো হয়েছিলো তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এফডিসিতে। সে অনুযায়ী তার মরদেহবাহী ফ্রিজিং গাড়িটি প্রিয় কর্মস্থলের প্রাঙ্গনে আনা হয় দুপুর ১টার একটু আগে।

অঞ্জনার মরদেহ সামনে রেখে এসময় তার উদ্দেশ্যে শোক প্রকাশ করেন উপস্থিত সহকর্মী অভিনেতা অভিনেত্রীরা। পরে সেখানেই হয় প্রথম নামাজে জানাজা।

এফডিসিতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরসহ অনেক অভিনেতা অভিনেত্রী ও এফডিসির কর্মকর্তা কর্মচারিরা। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন অঞ্জনা। এরপর ১টা ৫০ মিনিটের দিকে তার মরদেহ এফডিসি থেকে রওনা হয় চ্যানেল আইয়ের উদ্দেশে।

জানা যায়, চ্যানেল আই চত্বরে হবে নায়িকা অঞ্জনার দ্বিতীয় নামাজে জানাজা। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন তিন শতাধিক সিনেমার এই গুণী অভিনেত্রী।

সারাবাংলা/এজেডএস

অঞ্জনা শেষ বিদায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর