শুরু হচ্ছে রূপচর্চার রিয়েলিটি শো ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’
২ জানুয়ারি ২০২৫ ১৮:২০ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৮:৫৯
নতুন বছরে এই প্রথম দেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল এনটিভিতে শুরু হচ্ছে বিউটি এক্সপার্ট খোঁজার রিয়েলিটি শো ‘মমতাজ হারবাল প্রোডাক্টস সিক্রেট বিউটি এক্সপার্ট’। দেশের লুকায়িত বিউটি এক্সপার্টদের প্রতিভার মূল্যায়ন এবং আধুনিক জীবনযাত্রায় সৌন্দর্য্যরে গুরুত্ব তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য। সৌন্দর্য্য শিল্পে লুকায়িত বিউটি এক্সপার্টদের নান্দনিক শিল্পবোধ ও সৌন্দর্য়্য বিষয়ে নানা অজানা তথ্য দর্শকের সামনে প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা এবং বিউটি ইন্ডাষ্ট্রিকে বিকশিত করা।
এই আয়োজনের রেজিষ্ট্রেশন শুরু হয়েছিল গেলো বছরের ১ নভেম্বর থেকে। এরপর অনলাইনে রেজিষ্ট্রেশনকৃত তিন শতাধিক প্রতিযোগির মধ্য থেকে অডিশনের মাধ্যমে বাছাইকৃত ৩০ জনকে নিয়ে শুরু হয় ষ্টুডিও রাউন্ড। পাঁচটি রাউন্ডের মাধ্যমে সুক্ষ-বিচার কার্যের মধ্য দিয়ে নির্বাচিত হবে সেরা ৩ জন।
অভিনেত্রী আইশা খানের উপস্থাপনায় এই অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করছেন দেশের স্বনামধন্য ২জন বিউটি এক্সপার্ট- কানিজ আলমাস খান ও কাজী কামরুল ইসলাম। এছাড়াও প্রতি পর্বে বিচারক হিসেবে থাকবেন একজন সেলিব্রেটি। ৪ জানুয়ারি থেকে প্রতি শনিবার রাত ৯টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠানটি। সবশেষে ৬জন প্রতিযোগীকে নিয়ে হবে গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানটি পরিচালনা করছেন মোহাম্মদ নূরুজ্জামান।
সারাবাংলা/এএসজি