Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়িকা অঞ্জনার অবস্থা সংকটাপন্ন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৮:৩৭ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ২০:০৬

চিত্রনায়িকা অঞ্জনা

চিত্রনায়িকা অঞ্জনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এর লাইফ সাপোর্টে আছেন। ডাক্তাররা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। তার ছেলে নিশাত মনি সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কান্নাজড়িত কণ্ঠে নিশাত বলেন, ‘আম্মুর অবস্থা ভালো না। আপনারা তার জন্য দোয়া করবেন।’

‘চাষার ছেলে’ ছবির একটি দৃশ্যে অঞ্জনা

গেল দেড় মাস ধরে হাসপাতালে ভর্তি। গেল ২৪ নভেম্বর তাকে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানকার সিসিইউতে ছিলেন। সেখান থেকে গতকাল (১ জানুয়ারি) রাতে অভিনেত্রী অঞ্জনাকে বিএসএমএমইউয়ের আইসিইউয়ে নেওয়া হয়। ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে রাখা হয় রাতে। কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু মেডিক্যালের চিকিৎসকেরা জানান, অঞ্জনার অবস্থা সংকটাপন্ন।

ইতোমধ্যে হাসপাতালে জড়ো হয়েছেন অঞ্জনার ছেলে নিশাত মনি, মেয়ে ফারজানা রহমান ও বর কামরুল ইসলাম রিপন।

জানা গেছে, প্রায় ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন অঞ্জনা। জ্বর এমন পর্যায়ে পৌঁছায় যে, ওষুধেও কাজ হচ্ছিল না। পরীক্ষার পর জানা যায় তার রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বা দিকের ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে মায়ের সঙ্গে, ডানের ছবিতে রওশন এরশাদের হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিচ্ছেন অঞ্জনা

বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন।

বিজ্ঞাপন

‘দস্যু বনহুর’ দিয়ে তার শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

সারাবাংলা/এজেডএস

অঞ্জনা লাইফ সাপোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর